আমার ব্যক্তিগত ব্লগ
একজন ব্লগার বলেছিলেন, আমার ডেন্টিস্ট বোনের কাছে শোনা কিছু অভিজ্ঞতা ব্লগে বলার জন্য। বলা ঠিক হবে কিনা এখনও নিশ্চিত নই। কাউকে উপহাস করা আমার স্বভাব নয়, তাই আশা করি কেউ ভুল বুঝবেন না। আর শোনা কথা, কিছু ভুলও হতে পারে...
একদিন আমার বোনের চেম্বারে একজন মহিলা পুলিশ এলেন দাঁতের ব্যাথায় কাঁতরাতে কাঁতরাতে। সাথে তার স্বামী।
পুলিশ হলে কি হবে, দাঁতের বেলায় দেখা গেলে খুবই ভীতু। মুখে ডাক্তার কিছু করার আগে চিৎকার করে সরে যান। মহা বিপদ, ডাক্তার কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। মহিলার স্বামী অনেক বুঝিয়ে, ধমক টমক দিয়ে কোনমতে তাকে স্থীরভাবে বসাতে পারলেন। এবার মহিলা কাঁদতে শুরু করলেন।
ভদ্রলোক থাকতে না পেরে বললেন, থানায় যখন কয়েদিদের মার, তখন বোঝনা ওদের কেমন ব্যাথা লাগে? মহিলা কাঁদতে কাঁদতেই রাগত স্বরে বললেন, ওরা তো দোষ করেছে, চুরি ডাকাতি করে এসেছে, আমি কি করেছি?
এর আর উত্তর কি, বহু ঝামেলা করে শেষ পর্যন্ত তার চিকিৎসা করা হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।