আমাদের কথা খুঁজে নিন

   

মাছের বাজারে মোবাইল কোর্টে একদিন

রাঙ্গামাটি জেলার পৌর এলাকায় ৩টি বড় বাজার বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজার। গতকাল (১৭/০৬/২০১৩) বাজার ৩ টি তে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছিলাম। কথা আর না বাড়িয়ে আসুন মোবাইল কোর্টের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভাই মাছ বিক্রেতা, আপনার মাছগুলো পলিথিন ব্যাগে ভরেন। একটু টেস্ট করে দেখি ফরমালিন আছে কিনা।

পলিথিনে ঢুকালাম আমার যন্ত্র। বাবা যন্ত্র-মন্ত্র দেখ কিছু খুজে পাও কিনা। হুম! পেয়েছি। ফরমালিন। মাত্রা শুন্য দশমিক চুরাশি।

অতএব মাছ সিজ। ভাই কাগজে সাইন করুন আর জরিমানার টাকাটা দিয়ে দিন। দেখি সার্চ করে, অবৈধ কিছু পাওয়া যায় কিনা কি সর্বনাশ! এতো দেখছি নিষিদ্ধ পিরানহা মাছ। মাছের মালিক কোথায় গেল? ব্যটা পালিয়েছে। আল আর সিজড।

ভাই, আপনার বস্তা খুলেন। দেখি এতো যত্ন করে কি রেখেছেন। কি সর্বনাশ! আবার পিরানহা। একটু ফটো সেশন হয়ে যাক। একজন বরফ কলের মালিক।

অবৈধ ভাবে বরফ তৈরির কারনে জরিমানা। ওহ নো! আবার পিরানহা। রাঙ্গামাটির বাজারে এতো পিরানহা পয়দা হলো কিভাবে? আটককৃত সকল পিরানহা মাছ একটি এতিমখানায় বিতরন। পরের ধনে দান-খয়রাত। ছোয়াব কিছু পাব কি? অন্য একদিনের মোবাইল কোর্টের ছবি।

ফরমালিনযুক্ত মাছ এভাবে মাটিতে পুঁতে নষ্ট করা হয়। আজ এ পর্যন্ত। মোবাইল কোর্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আমি এম এম ইসলাম, মৎস্য ডিপার্টমেন্ট, রাঙ্গামাটি থেকে। কাপ্তাই লেকে মোবাইল কোর্টে একদিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।