আমাদের কথা খুঁজে নিন

   

মাছের নাম বাতাসি

মহলদার
বাতাসি মাছ অঞ্চলভেদে বাতাই কিংবা আলুনি নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Pseudeutropius atherinoides। Schilbeidae পরিবার ও Siluriformes বর্গের অন্তর্ভূক্ত এ মাছটি দৈর্ঘ্যে ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। দেহ চ্যাপ্টা, ঘাড়ের নিকট স্বচ্ছ গোলাকার অংশ থাকে। মাছটি স্বাদু পানির হলেও হালকা লবনাক্ত পানিতে কিংবা জোঁয়ার- ভাটাযুক্ত নদীতেও দেখা যায়। এ মাছটিকে বর্তমানে বাজারে খুব কমই দেখা যায়। এই মাছটিকে একুরিয়ামে ব্যবহার করা যায়। মাছটির নাম বর্তমানে বাংলাদেশের সংকটাপন্ন মাছের তালিকায় ঠাঁই পেয়েছে। তথ্য সহায়তা- ইন্টারেনট ছবি- নিজের তোলা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।