"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মাছের চোখ
মৃত মাছের চোখে স্বচ্ছ মার্বেল গুঁজে দেখি- নিজের শরীরেই কেমন বিদঘুটে আঁশটে গন্ধ। আত্মার পচন নেই জেনে ভালবাসার ফরমালিনে নিশ্চিন্তে ডুবিয়ে রাখি এই নশ্বর দেহ। তবুও শরীরে পচন ধরে- গলে যায়, ক্ষয়ে যায়। বিকৃত লালসার নিঃসৃত জারক কবরের অন্ধকারে ছুঁয়ে যায় মৃত্তিকার কোমল শরীর। লাশ কেবল গলতেই থাকে।
তুমি ও তোমরা- মুখে রুমাল গুঁজে একদলা ঘৃণার থুথু ছিটাও কৃত্রিম অশ্রুর আড়ালে।
সভ্য মানুষের স্নানাগারে জীবিত লাশেরা গোসল দিয়ে ওঠে- তাদের গা ধোয়া জল মিশে যায় নর্দমার জলে। আর পবিত্র জলে গোসল দেয়া মৃতদের লাশ অনবরত জেগে ওঠে। পাপের উৎসবে যাবে বলে-আতর মেখে পবিত্র হয় দিনের শেষে। বোকা মানুষের দল পাপ-পূণ্য খুঁজে মরে মৃত মাছের চোখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।