জলের মেয়ে জলে থাকো, স্থলে আমার বাস । তোমায় ভুলে মন দিয়েছি, তাই ভুলের সাথে বাস । আমি কখনো মাথা নোয়াতে শিখিনি ।
যতবার আমি মাথা নুইয়েছি -
নুইয়েছি তা বিনয়ে ।
বিনয়ের মাঝেই আমি খুঁজে পেয়েছি প্রশান্তি ।
আমি আমার কাঠামোকে কখনো ভাঙ্গতে শিখিনি ।
যতবার আমি নিজের কাঠামোকে ভেঙ্গেছি -
ভেঙ্গেছি তা সহমর্মিতায় ।
সহমর্মিতার মাঝেই আমার আত্মা পেয়েছে বিশুদ্ধতা ।
পরাজিত হতে আমি শিখিনি কখনো ।
যতবার আমি হেরে গিয়েছি -
হার মেনেছি নিজের ইচ্ছায় ।
পরাজয়ের মাঝেই আমি খুঁজে পেয়েছি জয়ের স্বাদ ।
আর এভাবেই আমি মানুষ হয়েছি,
এভাবেই আমি মনুষ্যত্ব শিখেছি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।