ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।
সকালের সংবাদটা শুনেই মনটা এত-তো-খানি
খারাপ হয়ে গেল।
যদিও খবরটা পুরোনো, তবু।
চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে পাহাড় ধসে মারা গেছে শতাধিক।
মরণ যে এত সহজ জানতাম না।
বুকের মধ্যে কষ্টের পাহাড়
চোখের ভেতর কান্নার পাহাড়...
ওসব ধসে না।
বরং আরো জগদ্দল পাথর হয়ে যায়, ক্রমশ!
আমরা, সবুজ-শ্যামল এই দেশে জন্ম নিয়ে অনেক অহংকার বোধ করি; এত প্রতিকুলতা এত না পাওয়া এত কষ্টের মধ্যেও।
তবু শুধু বেঁচে থাকার নূ্নতম নিশ্চয়তা পাই না।
না আমি, না তুমি না সে।
আজন্ম অপেক্ষার থাকি, কখন আসবে মরণ। কীভাবে?
অথচ যাদের জন্য আমরা গলা ফাটাই, রাজপথে তাদের আলীশান বাড়ি-গাড়ি আর স্বাভাবিক মরণের গ্যারান্টি দেখে কষ্টে মরে যেতে ইচ্ছে করে।
কিন্তু তাও পারি না।
পিছুটান। ভালোবাসি যাকে, যাদের।
আচ্ছা, চট্টগ্রামে পাহাড় ধসে যারা মারা গেছে তাদের কষ্টের পাহাড়াটা কী ধসে গেছে বুক থেকে?
বড় জানতে ইচ্ছে করে।
আমার খুব কান্না পায়।
বৃষ্টির জলে ধসে যায় কান্নার সুর।
কষ্ট ধসে না, একটুও; কখনো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।