আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্যত্ব

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

মনুষ্যত্ব আজ হয়েছে লুপ্ত, গ্রাস করেছে পশুত্ব, মানুষে মানুষে ভুলে গেছে আজ ম্ত্রৈী-সাম্যের ভ্রাতৃত্ব। চারিদিকে শুধু হতাশা ও বেদনা, নেই মানবতা নেই স্বাধীণতা, পৃথিবী থেকে লোপ পেয়েছে আজ স্নেহ-ভালবাসা, কোমলতা। নির্বাক সব মুখ চেয়ে চেয়ে দেখছে ধ্বংস, দেখছে হত্যা, ধ্বংসের মুখে দাড়িয়ে আজ মনুষ্য সভ্যতা। এর কি হবেনা কোন প্রতিকার? হবে না মানুষ ভাই ভাই? বিশ্ববাসীর প্রতি আমার প্রশ্ন এ একটাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।