আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির কপাট

Indolence always invades me but I make it as an art!! "এমনও দিনে তারে বলা যায়, আজই ঘন ঘোর বরিষায়"..... শ্রাবনের এই দিনগুলোতে রবীন্দ্রনাথের এই গানের কলিটি বারবার মনে পড়ে যায়। মনে পড়ে যাওয়ার অবশ্য একটা নির্দিষ্ট কারন আছে। আমার সচরাচর গ্রামের বাড়ি খুব একটা যাওয়া হয় না। বর্ষার মৌসুমে তো আরও না। এবার সৌভাগ্যক্রমে যাওয়া হল।

বৃষ্টি, জল, কাদায় একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার মত অবস্থা। কিন্তু, সব কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল যখন আমি ঘুমুতে গেলাম টিনের চালের ঘরে। রাতে এল মুষলধারে বৃষ্টি। অসম্ভব এক ভালোলাগার মধ্যে ডুবে গেলাম। মনে পড়ে গেল বাল্যকালের কথা।

তখন এই বৃষ্টির সময় টিনের চালের ছমছম শব্দে কাঁথা মুড়ে ঘুমিয়ে পড়তাম। প্রচণ্ড বৃষ্টিতে দেখা যেত কিছু দুরন্ত বালকের পানিতে ঝাপিয়ে পড়ার দৃশ্য কিংবা ফুটবল নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো। আর এসব ভেবে ভেবে আমি গৃহকাতরতায় উদাসীন হয়ে পড়ি। সেইসব দিনগুলি আর ফিরে পাওয়ার উপায় নেই!!!! এই ভেবে কেটে যায় দিন.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।