আমাদের কথা খুঁজে নিন

   

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রকাশনা ‘ম্যুভিয়ানা চলচ্চিত্রপাঠ’-এর প্রকাশনা অনুষ্ঠান হবে আগামী ৪ আগস্ট ২০১২, বিকাল ৫.৩০টায়

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রকাশনা ‘ম্যুভিয়ানা চলচ্চিত্রপাঠ’-এর প্রকাশনা অনুষ্ঠান দেশের অন্যতম প্রধান চলচ্চিত্রচর্চার সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি নিয়মিত চলচ্চিত্রচর্চার বিবিধ কর্মসূচির সাথে সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা প্রকাশ করছে। যা চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এবং উৎসাহে নিয়মিততর হচ্ছে। চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা প্রকাশের অংশ হিসেবেই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি চলচ্চিত্র শিল্পমাধ্যমটির প্রাথমিক বোঝাপড়ার উপযোগি প্রকাশনা ‘ম্যুভিয়ানা চলচ্চিত্রপাঠ’ প্রকাশ করেছে। এই প্রকাশনাটি একেবারে নতুন চলচ্চিত্র দর্শক, চলচ্চিত্রপাঠে আগ্রহী চলচ্চিত্রকর্মী অথবা অন্য যেকোনো মাধ্যমের শিল্পী-কলাকুশলী এবং চলচ্চিত্র উৎসাহি যেকেউ যিনি এই মাধ্যটিকে জানতে বা বুঝতে চান এমন প্রত্যেকের প্রয়োজনে কাজে আসবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই চলচ্চিত্র প্রকাশনাটির একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানটি আগামী ০৪ আগস্ট ২০১২, শনিবার, বিকাল ৫.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে (লিফটের ৬) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচনা করবেন অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, লিটলম্যাগ ‘গাণ্ডীব’ সম্পাদক তপন বড়ুয়া, শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ, শিশুসাহিত্যিক আহমাদ মাযহার এবং চলচ্চিত্র গবেষক ও লেখক ফাহমিদুল হক। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। ‘ম্যুভিয়ানা চলচ্চিত্রপাঠ’-এ চলচ্চিত্র ভাষা, চলচ্চিত্রের সঙ্গে অন্যান্য শিল্পমাধ্যমের বিবিধ সম্পর্ক, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, শিল্প-নির্দেশনা, সম্পাদনা, চলচ্চিত্রে শব্দ, আবহসঙ্গীত, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, চলচ্চিত্র সমালোচনা, ডিজিটাল চলচ্চিত্র এবং শিল্পে হতে চাওয়া বনাম কলাকৈবল্যবাদ নিয়ে মোট ১৭টি নিবন্ধ রয়েছে।

এছাড়াও চলচ্চিত্রের ইতিহাসের একটি ধারাবাহিক বিবরণ রয়েছে যা ১৬৭১ থেকে ২০১১ সাল পর্যন্ত বিস্তৃত। ‘ম্যুভিয়ানা চলচ্চিত্রপাঠ’ সম্পাদনা করেছেন বেলায়াত হোসেন মামুন। এ প্রকাশনায় প্রকাশিত নিবন্ধসমূহ লিখেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, সৈয়দ শামসূল হক, মসিহউদ্দিন শাকের, ধীরেশ ঘোষ, ধীমান দাশগুপ্ত, স্ট্যানলি রীড, সামিরা মাখমালবাফ এবং বেলায়াত হোসেন মামুন। প্রকাশনাটির প্রচ্ছদ এবং শিল্পসম্পাদনা করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.