আমাদের কথা খুঁজে নিন

   

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি 'প্রসঙ্গ ডিজিটাল চলচ্চিত্র' প্রকাশ করতে যাচ্ছে...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই ক্রোড়পত্রটি প্রকাশ করেছিল ২০০৯ সালে। আমাদের চলচ্চিত্রের কাগজ ‘ম্যুভিয়ানা’য়। সে সময় আমরা সবাই ডিজিটাল চলচ্চিত্র বিষয়ে আলোচনায়, তর্কে-বিতর্কে, পক্ষে অথবা বিপক্ষে, এর সম্ভাবনায় অথবা এর অপ্রতিরোধ্য বিপুল বিস্তারের আশঙ্কায় আমরা অস্থির ছিলাম। আজ সে সময়কার সকল অস্থিরতায় আমরাই পরস্পর হাসাহাসি করি! করছি। আজ ডিজিটাল চলচ্চিত্র আর সম্ভাবনা নয়, এটাই এখন নির্মেদ বাস্তবতা। আমরা এই মাধ্যমটির সকল সুযোগ নিয়ে, আমাদের সকল কূপমণ্ডুকতাকে, প্রাচীনপন্থি অক্রিয় মনোভাবের সম্মিলিত আত্মঘাতি প্রবণতা থেকে বেঁচে-বর্তে, দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে প্রাণপ্রবাহের জোয়ারে ভাসাবো, ভাসাবে এবং ভাসাতে সকল তারুণ্য কাজ করবে এমন আশাবাদে মনকে জাগিয়ে রেখেছি। ২০০৯ সালে চলচ্চিত্রের কাগজ ‘ম্যুভিয়ানা’ প্রকাশের মাত্র মাস কয়েকের মধ্যেই প্রায় হাজার খানেক সংখ্যা বাজার হতে হাওয়া! তাই ইচ্ছে থাকলেও অনেককে ‘চাহিবা মাত্র’ এই সংখ্যাটি দেয়া সম্ভব ছিল না। আগাগোড়া পরিস্থিতি বিবেচনা করে আমরা এই দুষ্প্রাপ্য, গুরুত্বপূর্ণ এবং ডিজিটাল চলচ্চিত্র নিয়ে দেশে প্রথম প্রকাশিত এই কোড়পত্রটি পুনঃপ্রকাশের পথে হাঁটলাম। বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে নতুন চলচ্চিত্রের পদধ্বনি শুনতে পেয়েছিলাম ২০০৯ সালেই, আজ অনেকেই শুনছেন, আপনিও শুনছেন কী ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.