কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে চার মাসব্যাপি ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং দেশের কোনো ফিল্ম সোসাইটি’র এটাই প্রথম এ ধরনের আয়োজন। তত্ত্বীয় বিষয় ছাড়াও মূলত হাতে-কলমে ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের যাবতীয় বিষয়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হবে। থাকবে প্রতিদিন বিষয়-সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রদর্শনী। কর্মশালার দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী একাধিক প্রস্তুতিমূলক ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করবে।
এছাড়াও কর্মশালাটির চড়ূন্ত পর্যায়ে ৫টি চলচ্চিত্র নির্মাণ করা হবে। পুরো কর্মশালাটি তিনটি পর্যায়ে বিভক্ত থাকবে:
প্রথম পর্যায়: চলচ্চিত্র অনুধাবন পর্ব
এ পর্বে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দ ও সংগীত, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণে ৩৫ মিলিমিটার প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি, নিরীক্ষা এবং প্রামাণ্য চলচ্চিত্র, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ের তত্ত্বীয় ধারণা প্রদান করা হবে।
দ্বিতীয় পর্যায়: হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ
এ পর্বে চিত্রনাট্য লেখা, অভিনয় প্রশিক্ষণ, শিল্পনির্দেশনার খুঁটিনাটি, চিত্রগ্রহণের যাবতীয় বিষয়, আলোর ব্যবহার, শব্দ ও সংগীতের ব্যবহার, সম্পাদনার কৌশলসমূহ, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ চলচ্চিত্র নির্মাণ-সংশ্লিষ্ট সকল বিষয়ের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এ পর্বে প্রত্যেক শিক্ষার্থী একাধিক প্রস্তুতিমূলক চলচ্চিত্র নির্মাণ করবে।
তৃতীয় পর্যায়: চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্ব
এ পর্বে শিক্ষার্থীদের লেখা চিত্রনাট্য হতে নির্বাচিত চিত্রনাট্য অবলম্বনে শিক্ষার্থীরাই চলচ্চিত্র নির্মাণ করবে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ মূল্যায়নের মাধ্যমে তৃতীয় পর্যায়ের চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্বের প্রডাকশন টিম গঠন করা হবে। চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্বে মোট ৫টি চলচ্চিত্র নির্মিত হবে।
কর্মশালায় প্রশিক্ষক থাকবেন
চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সমালোচক মাহমুদুল হোসেন, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, সম্পাদক জুনায়েদ হালিম, শব্দ-প্রকৌশলী রতন পাল, নাট্যকার আজাদ আবুল কালাম, নির্মাতা ইয়াসমিন কবির, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, চলচ্চিত্রকর্মী জাঈদ আজিজ, শিল্পী রাহুল আনন্দ, শিল্পী সব্যসাচী হাজরা, স্থপতি রাজন দাশ, নির্মাতা রাজীবুল হোসেন, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।
কর্মশালার সমন্বয়কারী বেলায়াত হোসেন মামুন।
কর্মশালার মেয়াদ ৪ মাস।
ক্লাস সপ্তাহে দুই দিন। শুক্রবার (দিনব্যাপি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে।
কর্মশালার ফি
১৫,০০০ টাকা
কর্মশালা শুরু হবে ২০ এপ্রিল ২০১২। কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০১২।
নিবন্ধনের জন্য যোগাযোগ
(প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)
নোভা, ৫০, আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা ১০০০।
ফোন: ০১৬৭৫ ৩৩৮৬২২, ০১৮১৫ ১১০২৮২
এছাড়াও আবেদনপত্র পাওয়া যাচ্ছে
কক্ষ নং ৬০১ (লিফটের ৫),
জাতীয় নাট্যশালা ভবন, নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ,
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০।
ফোন: ০১৭১৫ ৮৬৩৭৭৭ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।