আমাদের কথা খুঁজে নিন

   

বিভাগীয় শহর সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র নতুন কর্মসূচির পরিকল্পনা ...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ঢাকায় এখন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী'র যৌথ আয়োজনে 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২' চলছে। এই কর্মশালাটি আরো তিন মাস ধরে চলবে। এই নিয়েই আমাদের ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র ঢাকার কর্মীরা কর্মব্যস্ত আছেন। কিন্তু ঢাকা ছাড়াও বিভাগীয় শহর সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র সক্রিয় কার্যক্রম আছে। সেখানে গত দুই মাস ধরে নিয়মিত (প্রতি শুক্রবার) চলচ্চিত্র প্রদর্শনী ছাড়া কোনো কর্মসূচি নেই।

এই নিয়ে সেখানকার কর্মীদের প্রায়ই অনুযোগমূলক ফোন পাচ্ছি। বিভাগীয় শহর হিসেবে সিলেটে যেভাবে এবং যে বিস্তৃতি নিয়ে চলচ্চিত্র-সংস্কৃতির কাজ হওয়া উচিত, তেমনটি হচ্ছে না। এটা কিছুটা হতাশার নিশ্চয়ই। কিন্তু দেশের রাজধানী ছাড়া (এখানেও যে প্রত্যাশিত কাজ হচ্ছে, তেমনটি মনে করি না। তবুও কিছুটা তো হচ্ছে, অন্য জায়গাগুলোর তুলনায় !) কোথাও চলচ্চিত্র-সংস্কৃতিচর্চার তেমন নিয়মিত কর্মতৎপরতা চোখে পড়ে না, কানেও আসে না।

আমরা সিলেটে ম্যুভিয়ানা থেকে একটি পরিকল্পিত 'চলচ্চিত্র পাঠচক্র' আয়োজনের ভাবনা শুরু করেছি। ইতোমধ্যে এই 'চলচ্চিত্র পাঠচক্র'টি ঢাকায় সাফল্যের সাথে শেষ করা গেছে। এবং ঢাকার পাঠচক্রে অংশগ্রহণকারীদের চলচ্চিত্রপাঠে উন্নতি এবং উৎসাহে আমরা আনন্দিত। পরিকল্পিত এই চলচ্চিত্র পাঠচক্রটি হবে তিন মাসের। প্রতি শক্র ও শনিবার চলচ্চিত্রের যাবতীয় বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।

প্রতি ১৫ দিন অন্তর একটি সারাদিনের সেশন থাকবে। এই পাঠচক্রে সম্ভাব্য অংশগ্রহণকারীদের বাধ্যতামূলকভাবে যেমন প্রচুর নির্বাচিত চলচ্চিত্র দেখতে হবে, তেমনি পড়তে হবে অনেক অনেক চলচ্চিত্রসংশ্লিষ্ট রচনা। অংশগ্রহণ করতে হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কার্যক্রমে। ফলে বিষয়টি অনায়াসসাধ্য হবে না। পাঠচক্রে সম্ভাব্য অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে।

দেশের গুরুত্বপূর্ন চলচ্চিত্র তাত্ত্বিক এবং নির্মাতাদের নিয়ে এই পাঠচক্রের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। যদি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করা যায়, তাহলে আশা করছি এটাই হবে বিভাগীয় শহর সিলেটে প্রথম এবং দীর্ঘমেয়াদী চলচ্চিত্রপাঠ বিষয়ক চলচ্চিত্রশিক্ষা কার্যক্রম। যা হতে পারে সিলেটে চলচ্চিত্র-সংস্কৃতিচর্চার বড় ধরণের পদক্ষেপ। আমরা কর্মসূচিটি খুব দ্রুত শুরু করার ব্যাপারে অনেক আশাবাদী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.