আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ একটি প্রাচীন প্রথা/ তায়েব মিল্লাত হোসেন

কবি হতে চেয়েছিলাম... বিবাহ একটি প্রাচীন প্রথা -তায়েব মিল্লাত হোসেন ধূলোমলিন কবিতার খাতা ঝেড়েমুছে যেই হাতের পেন্সিলে... অমনি ভাবখানা উধাও মাথার ভেতরে খলবলে পঙতিমালা মিলিয়ে গেল কোথায় হাওয়ায় নাকি সফল প্রেমের মতো কোনো এক গলি-ঘুপচিতে তাই স্বপ্ন বারণ কবিতা বারণ কেবল রাবণের মতো রাজপাট পাহারায় দিনাতিপাত শিউরের বদলে বোতলবন্দী সাপের মতোন নিদ্রাযাপনে ‘মেঘনাদবধ কাব্য’। ‘এবং বিদ্যাসাগর’-এর মতো মাইকেল কি সত্যিই আওড়েছেন: বিবাহ একটি প্রাচীন প্রথা! ১০ জুন ২০১২ মিরপুর-৬, ঢাকা-১২১৬।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।