সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com ঢাকা শহর যে খুব একটা ভাল লাগে তা নয়, তবে এই ঢাকা শহরের বিশেষ কারনে যে কয়েকটা জায়গা বেশী ভাল লাগে তার মধ্য একটা হচ্ছে মতিঝিল বাণিজ্যিক এলাকা (পুরা মতিঝিল অনেক বড় এলাকা, আমি ছোট বেলায় এই মতিঝিলেই অনেক সময় কাটিয়েছি)। অফিস আদালত মানে টূ-পাইস কামাবার জন্য সরকার এই জায়গা বানিয়েছিলেন। সরকারী বেসরকারী নানান ব্যবসাহিক প্রতিষ্ঠান এখানে আছে। দুই টাকা নিয়ে কারবার শুরু করে এখন দুই হাজার কোটি টাকার কত লোক এই মতিঝিলে আছে! চুরি, ঘুষ খেয়ে এখানে কত লোক বিরাট শিল্পপতি হয়েছেন! মতিঝিল সেই হিসাব রাখে নাই, সবাইকে সন্তানের মত করে ভালবেসে আগলে রেখেছে! ভাল মানুষ খুব একটা মতিঝিলে পাবেন বলে মনে হয় না! আমাদের ছোট বেলায় দেখা এবং এখনকার মতিঝিলে পার্থক্য একটাই, আগে রাস্তাঘাট অনেক পরিস্কার পরিছন্ন ছিল, এখন আর তা নেই!
যাই হোক, মতিঝিল নিয়ে বেশী বললে আপনারা আবার মাইন্ড করতে পারেন, আমার চেয়ে মতিঝিল আপনারা বেশী চিনেন! আমি আজ শুধু আপনাদের মতিঝিলের ফুটপাতের ফলফলাদির সাথে পরিচয় করিয়ে দেব, ঠিক এই সময়ে (এখন ফলের মৌসুম আসছে) মতিঝিলের ফুটপাতে কি কি ফলফলাদি পাওয়া যাচ্ছে। ছবি বেশী থাকায় (বেশী ফলাদি) তিন পর্বে ভাগ করা হল।
আজ প্রথম পর্ব।
আম দিয়ে শুরু করি। দুই ধরনের আম এখন পাওয়া যাচ্ছে। কাঁচা এবং পাকা।
কাঁচা আমের কদর খুব বেশী।
এই গরমে কাঁচা আম দিয়ে শরবত! আহ।
এখুনি পাকা আম দেখে অনেকে ভড়কে যেতে পারেন। না, ভয়ের কিছু নেই! ইন্ডিয়া থেকে আমদানী করা পাকা আম! চাইলে বাসায় নিয়ে দুধ, ভাত নিয়ে আমদুধভাত খেতে পারেন।
চলুন পিউর কিছু দেশী ফল দেখে ফেলি। -
আমাদের দেশী ফল, আতা।
আতা ফল কে কে খেয়েছেন এবং জীবনে কয়বার! আতা গাছে তোতা পাখি!
পেয়ারা, বাংলার আপেল!
পেঁপে। পাখি পাকা পেঁপে খায়। বলুন দেখি কয়বার পারেন!
তরমুজ, গরমে আরাম! (দেশের এই বড় বড় তরমুজ দেখে প্রান জুড়ে যায়!)
বেশী তরমুজ, সাইজ ছোট কিন্তু খেতে মজা।
শুকনা বরই, কুল! এখনো কাঁচা বরই দেখার কথা কিন্তু আমি খুঁজে পাই নাই! মনে হয় মার্কেট আউট!
নরসিংদীর সাগর কলা, সবরি কলা।
অবশ্য যে ফল প্রায় সারা বছর ফুটপাতের চা দোকানে দেখা যায়, তা হচ্ছে কলা।
মতিঝিলে কলা এবং পাউরুটি ফুটপাতের চা দোকান গুলোর নিত্য সামগ্রী!
(সামনে আরো অনেক ফলাদি ও কথা আছে, আশা করি সাথে থাকবেন। ছবি গুলো মোবাইলে তোলা বলে ভাল কোয়ালিটির নয়, ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্য। )
মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ২) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।