"Imagination is more important than knowledge" ~ আইনস্টাইন। হয়তো আজ কোন তাঁরা জ্বলবে না আমার কালো আকাশে , তবুও তাকিয়ে থাকবো ওই কালো আকাশে । হয়তো আমি এক সময় বড্ড একা হয়ে যাবো , তখন নিজের মনে রুপকথা গুলো পরে যাবো । হয়তো আর খুঁজবো না পুরনো কষ্টগুলো , নীরবে তোমার সৃতিগুলো নিয়ে পরে থাকব । হয়তো আর ভাব্বনা তোমার সেই না বলা কথা , তবুও আমি তোমায় নিয়ে স্বপ্ন গড়ে যাবো । হয়তো মাঝে মাঝে আমার কষ্টগুলো পুনরায় জীবিত হবে , তারপরও হাঁটবো শিশির ভেজা ঘাসের মাঠে । হয়তো ছন্ন ছাড়া এই জীবনে তোমায় নিয়ে আর কোন গান লিখবো না , তবুও আকাশের ঠিকানায় লিখে যাবো তোমায় নিয়ে লেখা গানগুলো । হয়তো কোন এক ভোরে আর আমি জেগে উঠবো না , শেষ হবে তোমায় নিয়ে কল্পনার কারখানা । যখন আমি আর থাকব না তখন তুমি যেও সাগর পারে । পাবে আমায় তুমি সাগরের বিশালতার মাঝে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।