আমাদের কথা খুঁজে নিন

   

কেউ হয়তো আমার অপেক্ষায়, আমি হয়তো কারো জন্যে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে কেউ হয়তো আমার অপেক্ষায়, আমি হয়তো কারো জন্যে বালু ঘড়ি দেখতে দেখতে অনেকটা পথ, সমুদ্রের ঢেউ, শিউলি ফুল, ট্রাফিক জ্যাম ভুলে গিয়ে কারো জন্যে/তোমার জন্যে, অপাংক্তেয় এই নগর জীবনে, মহাকব্যিক ভালবাসার শুদ্ধতা খুঁজছি। কেউ হয়তো আমার জন্যে, আমি হয়তো কারো জন্যে, জরাজীর্ণ পার্কে বসে, ভালো লাগা, ভালবাসা, এক হয়ে এক আত্মা, হয়তো পুরোটাই ভ্রান্ত ধারণা; হয়তো কারো চোখের কোণে, শ্রাবণের এই কালো কালো বৃষ্টি না হওয়া মেঘে, ভালোবাসা খুঁজছি। ভালোবাসা কি এমনই? ভালোবাসা কি খোঁপার চুল? কারো ওষ্ঠ জোড়ায় নিষিদ্ধ স্পর্শের ভুল? না পাওয়া,না বলা মধ্য রাত অবধি জেগে থাকা? ভালবাসা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে মনে হয় ভালোবাসা স্রেফ ফেইক। আমি হয়তো ঈশ্বরের কেউ নই, ঈশ্বরও হয়তো কেউ............ কেউ হয়তো আমার অপেক্ষায়, আমি হয়তো কারো জন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।