আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো মন নেই!

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

বিচ্ছিন্ন দ্বীপের মতন ছোট্ট ট্রেন স্টেশন সবুজ ফসলের ঢেউ বেয়ে সেখানে আছড়ে পড়ে অজস্র আগন্তুক! কুয়াশার শরীর চিড়ে যে ট্রেন থমকাল ক্ষণকাল তার হুইসাল, আবারো নাড়িয়ে যায় ইস্পাত প্ল্যাটফর্ম ঢংঢং বেজে ওঠা ঘণ্টায় হুহু করে ক্লান্ত শরীর। কিংবা অন্য কিছু। কোন এক অচিনপুর। রেললাইন জুড়ে যে শালিকের খুনসুটি, সেও জানে এখানে ট্রেন থামে প্রয়োজনে। কেবল স্টেশন গুনে যায় শরীরের ক্ষত। হয়তো মন নেই, তাই ক্ষত গোনে বিবশ শরীরে! --------------------------------- হয়তো মন নেই!/সাদাত হোসাইন ২৩.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।