আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো...

আমার ব্যক্তিগত ব্লগ কখনও কখনও মনে এমন হয় না? হয়তো... বিষয়টি এমন ছিল। হয়তো না। অফিসের মিটিংয়ে বস শুরুতে খাবারের প্লেটটি আপনার দিয়ে এগিয়ে দিল, হয়তো আপনাকে একটু ফেবার করছেন, হয়তো কাকতালীয় ভাবে...। ক্লাসে কেউ একজন আপনাকে খুব খেয়াল করছে, হয়তো..। অথবা এমনিই চোখে চোখ পড়ে যাচ্ছে।

কখনও কখনও কথায় কথায় বলে ফেলেছেন আপনি বাস্কেট বল খেলতে চান। কোন কলিগ অফিসে বাস্কেট বলের নেট লাগিয়ে ফেলল, হয়তো আপনার কথা শুনেই...। হয়তো...। কখনও কখনও এই হয়তো.. এই একটু খটকা আপনার মনে হালকা সুন্দর সৌরভ মাখানো অনুভুতি এনে দেয়। তারপরও আপনি তো আর নিশ্চিত নন্।

তাই ঘটনা আর আগে বাড়ে না। শুধু রয়ে যায় ছোট ছোট হয়তো... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।