আমাদের কথা খুঁজে নিন

   

কোরান কনিকা - ৩

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

=============================== সূচী পত্র: ۞ কোরান কনিকা - ১ ۞ কোরান কনিকা - ২ ۞ কোরান কনিকা - ৩ ۞ কোরান কনিকা - ৪ =============================== তারা ধোঁকা দিতে চায় আল্লাহ ও ঈমানদারদের। অথচ তারা যে নিজেদের ছাড়া অন্য কাইকে ধোঁকা দেয় না তা তারা বুঝতে পারে না। - বাকারা: ৯ তোমরা সাহায্য প্রার্থনা কর ধৈর্য ও সালাতের মাধ্যমে। অবশ্য তা অত্যন্ত কঠিন, তবে সেসব লোকদের ব্যাতিরেকে- যারা বিশ্বাস করে যে, নিশ্চিতভাবে তাদের স্বীয় প্রতিপালকের সন্মুখীন হতে হবে এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। - বাকারা: ৪৫-৪৬ তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে তো একদল ছিল, যারা আল্লাহর বাণী শুনত, তারপর হ্নদয়ংগম করে তা বিকৃত করত তারা সজ্ঞানে।

- বাকারা: ৭৫ হ্যা, যে ব্যাক্তি পাপ উপার্জন করেছে এবং তার পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, এরূপ লোকেরাই দোযখের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই বেহেশতের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। -বাকারা: ৮১-৮২ প্রকৃত সত্য তো তা, যা তোমার পালনকর্তার তরফ থেকে প্রাপ্ত।

কাজেই তুমি সন্দিহানদের দলভুক্ত হয়ো না। - বাকারা: ১৪৭ আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বল না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা বুঝতে পার না। - বাকারা: ১৫৪ আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের উপর কোন বিপদ আপতিত হয় তখন বলে: আমরা তো আল্লাহর জন্য এবং আমরা সবাই অবশ্যই তাঁর কাছে ফিরে যাব। এরাই তারা যাদের প্রতি রয়েছে তাদের পালনকর্তার তরফ থেকে অশেষ অনুগ্রহ ও করুণা আর এরাই হল হেদায়াতপ্রাপ্ত।

- বাকারা: ১৫৫-১৫৭ আর তোমরা যুদ্ধ কর আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে; অবশ্য বাড়াবাড়ি কর না। নিশ্চই আল্লাহ সীমালংঘনকারীদের ভালবাসেন না। - বাকারা: ১৯০ পার্থিব জীবনকে কাফেরদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে। তারা মু'মিনদের উপহাস করে। পান্তরে যারা তাকওয়া অবলম্বন করে তারা সে কাফেরদের চেয়ে কেয়ামতের দিন উচ্চ মর্যাদায় থাকবে।

আর যাকে ইচ্ছা আল্লাহ সীমাহীন জীবিকা দানকরেন। - বাকারা: ২১২ তোমরা কি মনে কর যে, তোমরা বেহেশতে চলে যাবে, যদিও এখনও তোমরা তাদের অবস্থা অতিক্রম করোনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে? তাদের উপর পতিত হয়েছিল অর্থ-সংকট ও দূ:খ ক্লেশ। তারা এমনভাবে ভীত শিহরিত হয়েছিল যে, রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের বলতে হয়েছিল: কখন আসবে আল্লাহর সাহায্য? হঁ্যা, আল্লাহর সাহায্য একান্তই কাছে। - বাকারা: ২১৪ তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখ, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - বাকারা: ২৪৪ যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যায় করে এবং যা ব্যায় করে তার কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য রয়েছে পুরষ্কার তাদের পালনকর্তার কাছে।

তাদরে কোন ভয় নেই, আর তারা দু:খিতও হবে না। - বাকারা: ২৬২ ভাল কথা বলে দেয়া এবং ক্ষমা চাওয়া ঐ দানের চেয়ে উত্তম যার পরে কষ্ট দেয়া হয়। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। - বাকারা: ২৬৩ যারা সুদ খায় তারা দাঁড়াবে ঐ ব্যাক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ করে মোহাবিষ্ট করে দেয়। এ অবস্থা তাদের এজন্য যে, তারা বলে, 'বেচা-কেনা তো সুদেরই মত'।

অথচ আল্লাহ বেচা-কেনাকে বৈধ এবং সুদকে অবৈধ করেছেন। যার কাছে তার পালনকর্তার তরফ থেকে উপদেশ এসেছে এবং সে নিবৃত্ত হয়েছে, তবে পূর্বে যা হয়ে গেছে তা তার, আর তার ব্যাপারে আল্লাহর কাছে সোপর্দ। কিন্তু যারা পুনরায় সুদ নিবে, তারাই দোযখবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। - বাকারা: ২৭৫ আর সেদিনের ভয় কর, যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তারপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি দেয়া হবে, আর তাদের প্রতি কোন অবিচার করা হবে না।

- বাকারা: ২৮১ (এগুলো মানুষের প্রতি স্রষ্টার সরাসরি বলে দেয়া কিছু আদেশ ও নিষেধ। কেউ নিজেকে মুসলমান দাবি করতে চাইলে অবশ্যই এগুলো মানতে হবে। একই সাথে এগুলো মানতে নারাজ ও নিজেকে মুসলমান দাবি করাটা গ্রহনযোগ্য নয়। আর এখানে কাউকে এগুলো মানার ব্যাপারে জোর জবরদস্তি করা হচ্ছে না। ) ...(চলবে)...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।