আমাদের কথা খুঁজে নিন

   

কোরান কনিকা - ২

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

=============================== সূচী পত্র: ۞ কোরান কনিকা - ১ ۞ কোরান কনিকা - ২ ۞ কোরান কনিকা - ৩ ۞ কোরান কনিকা - ৪ =============================== অপরাধীদের সমর্থনে ওকালতি করো না। - নিসা: 105 তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। - হাজ্জ: 30 তোমরা গীবত বা পরনিন্দা করো না। গীবত করা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান অপরাধ। - হুজরাত: 12 যখন কাউকে গীবত করতে শুনবে, তাকে বাধা দেবে বা তাতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে।

- কাসাস: 55 চালচলনে সুশীল হও! মোলায়েম কণ্ঠে কথা বল! কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করো না। - লোকমান: নিজেদের ভেতর থেকে পরিবর্তনের সূচনা না করলে আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না। - রাদ: 11 তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। - নিসা: 171 অন্যের দেবতাকে গালি দিও না। - আনআম: 108 ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই।

আলোর পথ এখন সুস্পষ্ট। - বাকারা: 256 যে ভালো কাজে উদ্ধুদ্ধ বা সাহায্য করবে সে উপকৃত হবো। আর সেয মন্দ কাজে প্ররোচিত বা সহযোগীতা করবে সে ক্ষতিগ্রস্থ হেব। আল্লাহ সবই দেখছেন। - নিসা: 85 একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ।

একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ। - মায়েদা: 32 নারী ও পুরুষ পরস্পর পরস্পরের পোশাক। - বাকারা: 187 (নারী বা পুরষ) প্রত্যেকেরই কর্ম অনুসারে তার মর্যাদা নির্ধারিত হবে। - আনআম: 132 নিশ্চই বিশ্বাসী নর-নারীর সৎ কর্মের পুরস্কার সমান। - নিসা: 124 যারা বিশ্বাসী ও সৎ কাজ করে তারাই বেহেশতে যাবে।

- বাকারা: 82 আমাকে (আল্লাহকে) কর্জে হাসানা দাও (সৃষ্টির সেবায় দান কর) নিশ্চই আমি তোমাদের কল্যাণ করবো। - মায়েদা: 12 যারা সচ্ছলতা ও অভাব- সকল অবস্থার মধ্যেই দান করে, রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালবাসেন। - আল-ইমরান: 134 যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে দান করে, তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের কোন ভয় বা পেরেশানি থাকবে না। - বাকারা: 274 (তোমরা) হতাশ হয়ো না! দু:খ করো না! তোমরাই জয়ী হবে যদি বিশ্বাসী হও! - আল ইমরান: 139 হে মানুষ! তোমাদেরকে আমি এক পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সমাজ ও জাতিতে ভাগ করেছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো।

- হুজরাত: 13 যারা শুধু পার্থিব জীবনকে প্রাধান্য দেয় তারা বিপথগামী। -ইব্রাহিম: 3 আল্লাহ বিশ্বাসীদের দুনিয়ো ও আখেরাত- উভয় স্থানেই প্রতিষ্ঠা দান করেন। - ইব্রাহিম: 27 তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীভন সৃষ্টি ও মৃতু্যর ব্যাবস্থা করেছেন। - মুলক: 2 অপরের তুলনায় বেশী সুখ-সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃতু্য মোহাচ্ছন্ন করে রাখে। - তাকাসুর: 1-2 যে নিজেকে বিশুদ্ধ করেছে সে-ই সফল আর যে নিজেকে কলুষিত করেছে সে-ই ব্যার্থ।

- শামস: 9-10 হে বিশ্বাসীগণ! তোমরা পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। - আল ইমরান: 102 আমরা আল্লাহর! তাঁর কাছ থেকে এসেছি। তাঁর কাছেই ফিরে যাবো। - বাকারা: 156 বি:দ্র: এগুলো মানুষের প্রতি স্রষ্টার সরাসরি বলে দেয়া কিছু আদেশ ও নিষেধ। কেই নিজেকে মুসলমান দাবি করতে চাইলে অবশ্যই এগুলো মানতে হবে।

একই সাথে এগুলো মানতে নারাজ ও নিজেকে মুসলমান দাবি করাটা গ্রহনযোগ্য নয়। আর এখানে কাউকে এগুলো মানার ব্যাপারে জোর জবরদস্তি করা হচ্ছে না। ...(চলবে)...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।