কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
পথের নিশানা দিতে পাঠিয়েছ ওহি
কাগজে লিখিয়া তাহা বাঁধিয়েছি বহি।
তোমার কালাম সেই শরিফ কোরান
প্রাণাধিক প্রিয় তার মান-সম্মান।
কিন্তু মাবুদ আমি আজমি আদম
আরবি বুঝি না, নাই কহিতে শরম।
মাখরাজ সহি নয় পঠনেও ত্রুটি
কোরান পড়িতে তাই হই গুঁটিসুটি।
অজুতে নাপাকি ধুয়ে তবু মাঝে মাঝে
পড়ার কোশেশ করি, দিলে খালি বাজে
প্রভু, আন্দেশা, ভয় জাহান্নামের,
ভুল পড়ে না জানি হই বেদ্বীন কাফের।
আলগোছে চুমু খাই ছোঁয়াই কপালে
জুজদানে বেঁধে রাখি সুহালে রেহালে।
http://www.somewhereinblog.net/blog/lonewolf
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।