ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । ।
দেবেন ভট্টাচার্য (১৯২১ - ২০০১) ছিলেন একজন সুবিখ্যাত লোকসঙ্গীত সংগ্রাহক, প্রচারক ও গবেষক। পেশাগতভাবে তিনি ছিলেন রেডিও ও রেকর্ড প্রোডিউসার, ডকুমেন্টারি ফিল্মমেকার, ফটোগ্রাফার, লেখক, অনুবাদক, দোভাষী, অনুষ্ঠান উপস্থাপক ও লেকচারার। কবি হিসাবেও তাঁর পরিচিতি ছিল।
মোট কথায়, তাঁর জীবন ছিল কর্মময়, ঘটনাবহুল ও বর্ণাঢ্য ।
দেবেন ভট্টাচার্য, ভারতের বেনারসে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। বাল্যকালেই ইংরেজ কবি লুইস থম্পসনের কবিতার প্রতি তিনি অনুরক্ত হন এবং যৌবনে তাঁর সাথেই কাজ করার জন্য ইংল্যান্ডে চলে যান। এর অব্যবহিত পরেই তিনি বিবিসি রেডিওতে প্রোডিউসার হিসাবে যোগ দেন । এসময়েই তিনি ব্যক্তিগত উদ্যোগে লন্ডনে অবস্থানরত ভারতীয় শিল্পীদের গান রেকর্ডিং করতে শুরু করেন।
এই অভিনব উদ্যোগটি আরও পল্লবিত হয় এবং তিনি মনস্থ করেন যে তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আঞ্চলিক লোকগীতির ফিল্ড রেকর্ডিং করবেন ও তা বিবিসি রেডিওতে প্রচার করবেন। কিন্তু তিনি তখন ব্যাপক আর্থিক সঙ্কটে ছিলেন। এসময় এগিয়ে আসেন, বিবিসির আরেক বিখ্যাত প্রোডিউসার, স্যার ডেভিড অ্যাটেনবোরো ('গান্ধী' মুভি খ্যাত পরিচালক রিচার্ড অ্যাটেনবোরোর ছোট ভাই)। তাঁরই অর্থানুকূল্যে দেবেন ভট্টাচার্য ভারতে লোকগীতির অসংখ্য ফিল্ড রেকর্ডিং করেন, যা বিবিসি রেডিওতে প্রচারিত হয়। এই ঐতিহাসিক টুরের এক পর্যায়ে তিনি বাংলাদেশে আসেন ও ফিল্ড রেকর্ডিং করেন - আলোচ্য অ্যালবামটি সেই রেকর্ডিং এর ফসল, যা বিবিসি রেডিওর একটি অত্যন্ত উল্লেখযোগ্য প্রযোজনা হিসাবে পরিগণিত হয়ে থাকে।
এই ধারাবাহিকতায়, দেবেন ভট্টাচার্য, তাঁর ফিল্ড রেকর্ডিং কার্যক্রম নিয়ে ইউনেস্কো ও বিবিসির সহায়তায় বিশ্বময় ট্যুর করেন এবং লোক সঙ্গীতের এক অবিশ্বাস্য সংগ্রহ গড়ে তোলেন, যা লোক সঙ্গীতের ক্ষেত্রে একক অবদান হিসাবে শ্রেষ্ঠতম হিসাবে বিবেচিত। তাঁর জীবদ্দশায় তিনি ১০০ র বেশী রেকর্ড ও ২৩ টি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ ও প্রযোজনা করেন। সঙ্গীত ও বিভিন্ন বিষয়াদির উপরে তাঁর ১২ টির বেশী বই ও ১৬,০০০ এরও বেশি ফটোগ্রাফ রয়েছে।
রিভার সঙস অফ বাংলাদেশ - দেবেন ভট্টাচার্যের ফিল্ড রেকর্ডিং
১। আষাঢ় মাইস্যা ভাসা পানি রে - মুহাম্মদ জসিমুদ্দিন হিরু
২।
আমার গায়ে যত দুঃখ সয় - মুহাম্মদ জসিমুদ্দিন হিরু
৩। সাগর কূলের নাইয়া - চন্দনা বণিক
৪। আশার তরী - বাউল আসলাম শেখ
৫। সব কিছু দিয়ে তারে - নিজাম সরকার
৬। ধল্লা নদী - অনুরুপা রায়
৭।
কোন ঘাটে - নির্মলেন্দু রায়
৮। তিস্তা নদীর পাড়ে - অনুরুপা রায়
৯। সর্বনাশা পদ্মা নদী - রঞ্জিত কুমার রায়
১০। সোনার তরী - আলম দেওয়ান
কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩
ফাইল সাইজ - ৫১ মেগাবাইটস
ডাউনলোড - রিভার সঙস অফ বাংলাদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।