আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব দামী কিছু দামী গাড়ী

এই গাড়ীটা একটা মার্সিডিজ বেনয। চেহারা দেখেই বুঝছেন এটা একটা অন্য চেহারার মার্সিডিজ। হ্যাঁ এটা পুরোটাই হিরক খন্ড দিয়ে মোড়ানো। কারুকাজটা মার্সিডিজ নয় অন্য কোম্পানী বিশেষ অর্ডারে করে। এটার দাম? এখানে কোটির পর শুন্যগুলো কাজে লাগে।

এটা একটা চীনা ধনকুবেরের বিশেষভাবে তৈরী। এখানে হাতির দাতের কারুকার্য করা হয়েছে, দাম আনুমানিক ২৭ লাখ ডলার, প্রায় বাইশ কোটি টাকারও বেশি! উপরে একটা হামার আর একটা ফোকসওয়াগেন। এরাও বিশেষ ভাবে সোনা দিয়ে মুড়িয়ে বানানো হয়েছে, সৌখিন মানুষের অর্ডারে। দাম? জানা নেই। উপরের এটা একটা পোরশে।

এটাও সোনা দিয়ে মুড়ে বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। দাম অজানা। উপরের এটা একটা বেন্টলি। এটাকেও সোনা দিয়ে মুড়ে বিশেষ ভাবে বানানো হয়েছে। মূল্য গোপনীয়।

উপরের এটা সিয়াটলে দেখানো একটা গয়নাগাটি পড়া লাখ পাচেক ডলারের মোটর সাইকেল। ব্যাস।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।