সম্প্রতি শিক্ষার নামে বেপরোয়া বিদ্যা-ব্যবসা বন্ধ করার জন্যে মহামান্য আদালত রায় দিয়েছেন। আর সেই রায়ের আলোকে সারা দেশে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অসাধু কোচিংবাণিজ্য বন্ধ করার জন্যে শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে “কোচিং নীতিমালা ২০১২” । এর আগে গত ১৪ জুন শিক্ষক, শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষামন্ত্রী সভা করে নীতিমালা চূড়ান্ত করেন। তার মাত্র ৬ দিনের মাথায় ২০ জুন এই নীতিমালা জারি হয়েছে। এমন দ্রুততার সাথে ঘটনা আগে তেমন ঘটেনি।
আমরা এজন্যে মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
আসুন, আমরা অন্যকে দোষারোপ করার অপসংস্কৃতি ত্যাগ করে আপন আপন দায়িত্ব সুচারুরূপে পালন করার সুসংস্কৃতির চর্চা করি। আসুন, আমরা আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষা ও স্বশিক্ষার পাঠ দেই। নীতিমালা করে এসব বন্ধ হবেনা । তৈরি করতে হবে শিক্ষার বিকল্প মাধ্যম যার মাধ্যমে ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষা পাবে, তাও আবার ফ্রী ।
এটা হতে পারে internet এর মাধ্যমে । একটা ওয়েব সাইট http://www.jompesh.com এই নিয়ে কাজ করছে , তারা যদি সফল ভাবে এগিয়ে যেতে পারে তা হলে , ছাত্রছাত্রীরা ঘরে বসে ভালো শিক্ষা পেতে পারে । আমারও এতে অংশ নিতে পারি , আমরা যদি কোন ভালো ক্লাস Note এই সাইটে share করি তবে তা ছড়িয়ে যেতে পারে সারা দেশে , যাতে গ্রামের শিক্ষারতিরাও উপকৃত হবে । আমরাই পারি আমদের এই দেশকে গড়তে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।