আমাদের কথা খুঁজে নিন

   

কোচিং সেন্টারের উচ্ছেদ চাই

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস থেকে কেউ কোন শিক্ষা নেয় না।

বাংলাদেশে কোচিং সেন্টার ছত্রাকের মত জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে। এজন্য সরকার কয়েকবার পদক্ষেপ নেবে বলে শোনা গেলেও কোন অগ্রগতি আমরা দেখি নাই। প্রতি বছরের ন্যায় এবারও কোচিং সেন্টারগুলোর অপতৎপরতা শুরু হয়ে গেছে। এইচ,এস,সি পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই এদের কাজ শুরু করেছে গ্রামে গঞ্জে সবখানে।

মেইন অফিস থেকে শুরু করে এখন প্রতিটি জেলা তো থাকলো এমনকি থানা পর্যায়ে নিয়ে এসেছে। এটা এত লাভ জনক ব্যবসা যে, এদেশের মানুষ গুনে শেষ করা যাবে কিন্তু কোচিং সেন্টার গুনে শেষ করা যাবে না। আর তা ছাড়া প্রশ্ন ফাসের ব্যাপারে তো এদের কোন জুড়ি পাওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া সত্তেও তারা বারবার রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে। মেডিকেলর প্রশ্নই তার প্রমাণ বহন করে।

কয়েকটি কোচিং সেন্টারের নামে অভিযোগ থাকা সত্তেও সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে এসব বুজরুকি বন্ধ করা প্রয়োজন না হলে দেশের শিক্ষাব্যবস্থা এখন যেখানে রয়েছে তার থেকে নিচে নেমে গেলে আমাদের আর কিছু করার থাকবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।