আমাদের বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভালো ব্যাবসা হল কোচিং বা প্রাইভেট ব্যাবসা। সাধারণত সব বাবা মা চায় তার সন্তান যেন কোন ভালো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করুক।
আপনার ছেলে বা মেয়েকে ভালো কোন স্কুল এ ভর্তি করাবেন তার জন্য কোচিং এর বিকল্প নেই। এমন ও দেখা যায় যে স্কুলে আপনি ভর্তি করবেন আপনার সন্তানকে ওই স্কুল শিক্ষকের একটি কোচিং আছে বা তার কাছে যারা ব্যাক্তিগত ভাবে প্রাইভেট পড়লে আপনার সন্তানের ওই স্কুলে ভর্তি নিশ্চিত।
কোচিং নিয়ে মূলত ব্যাবসা বেশী হয় বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তির সময়।
সদ্য কলেজ পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন আর আশা নিয়ে ঢাকাতে আসে কোচিং করার জন্য।
এদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকাতে এসে থাকার মত জায়গা থাকে না সাথে কোচিং এ ভর্তির বিশাল একটা ফি তো আছেই। অধিকাংশ ক্ষেত্রে যাদের টাকা খরচ করার সামর্থ্য থাকেনা তারা টাকা ধার করে ঢাকাতে আসে ভালো কোন বিশ্ববিদ্যালয় এ ভর্তি হওয়ার যুদ্ধে।
পরীক্ষা শেষে যারা ভর্তি যুদ্ধে টিকতে পারেনা তাদের অবস্থা হয় শোচনীয়। এমনিতে ধার করা টাকা আনা তার আবার শোধ দিতে হবে এক্ষেত্রে অনেক ভালো শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ হয়ে যায়।
এভাবে প্রতিবছর অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।