এইতো কয়দিন আগে মহা প্রস্থান হয়ে গেলো সমসাময়িক বাংলা সাহিত্তের কিংবদন্তি হুমায়ুন আহমেদের। যার শোকে সারা বাংলা কমুনিটি আজ কাতর। হুমায়ুন আহমেদের মহাপ্রস্থানে যেমন সবাই কাতর, তেমনি বেরিয়ে এসেছে উনাদের পারিবারিক জিবনের কিছু গোপন জটিলতা। সত্যি কথা বলতে আমি উনার পরিবারের সবাইকে চিনতাম না। উনার প্রথম স্ত্রীর ছবি দেখেছি বলে মনে পড়ে না।
উনার অন্য সন্তানদের নাম ও জানতাম না, ছবি দেখা ত দূরে থাক। কিন্তু হুমায়ুন আহমেদের মৃত্যু আজ সবাইকে করে তুলেছে দেশের আলোচিত মানুষদের একজনে।
উনাদের আলোচিত মানুষে পরিণত হওয়াতে কোন সমস্যা নেই। কিন্তু যখন দেখি যে উনারে কখন কি করেন তা প্রতিটি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয় তখন নিজের মনে প্রশ্ন জাগে আসলে এটা হওয়া কি ঠিক ? কোন একটা পত্রিকাতে দেখলাম উনার মেয়ে(শিলা আহমেদ),মেয়ে জামাই এবং তাদের সন্তানের ছবি। সাথে ক্যাপশান “সুখী দম্পতি”।
আবার দেখলাম নুহাশ,নোভা,শিলা এবং বিপাশা তারা তাদের পিতার কবর জিয়ারাত করতে গেছে সেটা ও সংবাদ শিরনাম হচ্ছে। বাবার কবর জিয়ারাত করতে গেলে ও কি সংবাদ শিরনাম হওয়া উচিত ? এটা আসলে তাদের ব্যাক্তিগত জীবনকে বাদাগ্রশ্ত করছে বলে আমার মনে হয়। কারন বাবার কবরের পাশে গিয়ে নিরবে চোখের পানি ফেলে খোদার কাছে তার জন্য দোয়া করার অধিকার যেমন প্রতিটি সন্তানের রয়েছে, তাদের ও রয়েছে। তাদেরকে আর টানা টানি না করে তাদের মত থাকতে দেয়া আমাদের সকলের দায়িত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।