আমাদের কথা খুঁজে নিন

   

ওদেরকে 'না' বলুন!

--ত্রিশ লক্ষ মানুষকে হত্যাকারী, লক্ষ মা, বোনদের ইজ্জত হরনকারী ও তাদের সহযোগীদেরকে চিরতরে 'না' বলুন --৭১ এর ঘাতকদেরকে 'না' বলুন --সাম্প্রদায়িক উস্কানিকে 'না' বলুন --ইসলামসহ সকল ধর্মের কটাক্ষকারীদেরকে 'না' বলুন -গনতন্ত্র ধ্বংসকারী পরিবারতন্ত্রকে 'না' বলুন --শেয়ার বাজার কেলেংকারীর নায়কদেরকে 'না' বলুন --পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনি, হাওয়া ভবন, খাওয়া ভবন, খাম্বার দুর্ণীতিবাজসহ সকল দুর্ণীতিবাজদেরকে 'না' বলুন --টেন্ডারবাজ, লুটেরা, শিক্ষক নাজেহালকারীদেরকে 'না' বলুন -- সাগর-রুনি, বিশ্বজিত হত্যাকারীদের 'না' বলুন --কালো বিড়াল খ্যাত সকল রাজনীতিককে 'না' বলুন --ধর্ম ব্যবসায়ীদেরকে 'না' বলুন --মহান মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদেরকে 'না' বলুন --খাদ্যে বিষ মিশিয়ে প্রতিদিন লক্ষ মানুষকে তিলে তিলে মেরে ফেলে রাতারাতি ফকিন্নির বাচ্চা থেকে কোটিপতি হওয়াদেরকে 'না' বলুন --জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ব্যাক্তি স্বার্থের রাজনীতিবিদদের কে 'না' বলুন --'মুখে শেখ ফরিদ, বগলে ইট' ধারীদেরকে 'না' বলুন --ঐক্যের নামে বিভেদ সৃস্টিকারীদেরকে 'না' বলুন --আগামী নির্বাচনে প্রার্থী পছন্দ না হলে ব্যালট বাক্সে 'ব্লেড' ফেলুন --সর্বোপরি অন্যায়কারী নিজের 'বাপ' হলেও রুখে দাড়ান, তাকে না বলুন !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.