*****
রুমে বসে নিতান্ত বিরক্তবোধ করছিলাম বলেই রোজার মধ্যে এই গরমে বিকেলবেলায় বাইরে যাওয়া। ডর্ম থেকে বের হতেই চোখে পড়লো বেশ সেজেগুজে ঘুরতে বের হওয়া একটি ছোট দলের উপর, গল্প, হাসি-ঠাট্টায় মেতে উঠেছে, ছবি তুলছে। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার কারণ দুটি হুইল চেয়ার, অনিশ্চিত ভংগিতে এগিয়ে গেলাম। কাছে গিয়ে অবাক হয়ে গেলাম, উচ্ছ্বল এই দলটির একমাত্র ডাক্তার ছাড়া আর সবাই কোন না কোনভাবে শারিরিক প্রতিবন্ধি। এক এক জনের এক এক ধরণের সীমাবদ্ধতা, কিন্তু ঘুরে বেড়ানোর সময় কি সুন্দরভাবে সবাই সবাইকে সাহায্য করছে।
কাছে যেতেই বেশ উষ্ণতাসহই কথা বলা শুরু করলো তারা। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এদের সাথে। কথাবার্তা আচরণ সব কিছুতেই ফুটে উঠছে তাদের প্রাণচাঞ্চল্য কোন ধরণের দুঃখ বা হতাশা নেই - যেন গল্পের সুখী মানুষটির প্রতিবিম্ব এরা।
প্রকৃতির কোন এক অদ্ভুদ নিয়মেই হয়তো কিছুটা ভিন্নতা আছে তোমাদের, কিন্তু তাকে উপেক্ষা করে তোমরা জীবনকে যেভাবে সংজ্ঞায়িত করেছ - তা এক কথায় অসাধারণ। নতুন করে দেখতে শিখলাম আজ থেকে, যদি হাতে ক্যামেরা থাকতো ফুল ফুটে থাকা বাগানের মত তোমাদের সুন্দর এই দলটির যে ছবিটি তুলতাম অকপটে তার টাইটেল দিতাম Life is beautiful !
*ইহার ভেন্যু স্বদেশ নয় - বৈদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।