আমাদের কথা খুঁজে নিন

   

ওদেরকে ভালোবাসার মত বড় মন আমাদের না দাও প্রভূ কষ্ট দেবার মত হীংস্ব্রতা দিও না !!!!

"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com ২৯ মার্চ,২০১২, সকাল ৮ টা ৩৫ মিনিট, নগরীর ব্যস্ততম সড়ক বিজয় স্বরণীতে জামে আটকা পড়লো আমার বাস। জানালা দিয়ে অসহায়ের মত বাইরে তাকিয়ে আছি আর ভাবছি আজ আর বোধ হয় শেষ রক্ষা হলো না ; নয়টার আগে আর পল্টন পৌছানো সম্ভব হবেনা !!!এমন সময় বাম থেকে কয়েক গজ দূরে দাড়ানো একটি চকচকে দামী প্রাইভেট কার থেকে একজন সুশ্রী তরুণীকে উত্তেজিত ভঙ্গিতে বাইরে বের হয়ে আসতে দেখলাম। বের হয়েই স্মার্ট তরুণীটি ১০/১২ বছরের এক ফুল বিক্রেতা বালকের গালে চড় বসিয়ে দিল। বালকটির অপরাধ সে তার ধুলি (ঠিক ধুলি নয় , পানি মাখা বল্লেই ভাল হয় ) মাখা ফুলের তোড়াটি গাড়ীটির সামনের বনেটের উপর রেখেছে, গাড়ীটায় সামান্য পানি বা হাল্কা কাদা লেগে গিয়েছে। চড়টির এতই জোড় ছিল যে ছেলেটা ঠিক মত কাদতেও পারছিল না ।

আশে পাশে আমার মত সবাই দৃশ্যটি অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখলেন , কিছু বলার মত সাহস বা ইচ্ছে কারোর-ই হলো না । প্রাইভেট কারের ড্রাইভারটি ভেতর থেকে গালাগালি করতে লাগলো , প্রচন্ড শব্দ দূষণে তা ঠিক বোঝা গেল না । একসময় জাম ছাড়লো, বিদ্যুত গতিতে সব গাড়ী গন্তব্যে রওনা হলো । আমরা কতটা নীচে নেমে গেছি। ভদ্রতার পোষাকে অনেক বড় নোংড়া কাজ করে যাচ্ছি অবলীলায়।

কবি অতুল প্রসাদ সেনের একটি গানে আছে : "নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন সুখী জনের করিস পূজা দু:খীর অযতন ------------------------------ প্রেমধন অমূল্য রতন অন্ধসুতে অধিক যতন সে ধনেতে ধনী যে জন সেই সে মহাজন " এই কর্পোরেট দুনিয়ায় অমরত্ব লাভের জন্য কত শত জন কত কিছুই না করে, কত অর্থই না খরচ করে । অথচ সবার সাথে, সকল মানুষের সাথে এত টুকু ভাল ব্যবহার-ই কিন্তু মানুষ কে অমরত্বে পৌছে দিতে পারে। । ফকির লালনের ভাষায় :--------- "প্রেমের পাথারে যে সাতঁরে তার কি মরণ আছে ??? " কিন্তু সেই সত্যিকার নিরেট মানব প্রেমে পড়ার মত আমাদের কি সময় আছে!!!! আমরা যে বড় ব্যস্ত, আমাদের যে স্মাট থেকে স্মাটতর হতে হবে!!! ভেতরে যতই বর্বরতা ধারণ করিনা কেন আমি যে ইনহেরিটেজ "জেন্টেল ম্যান" !!!!! ------------ মানুষের সব লেনদেন ফুরিয়ে গেলে অবশিষ্ট থেকে যায় তার ব্যবহার, তার আচার। আর সেটা বড় ব্যক্তির সাখে কেমন তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ ছোট /ক্ষুদ্র মানুষের সাথে কেমন ? সকল শ্রেণীর মানুষ কে ভালোবাসার মত আমাদের চিত্ত উদার কর , প্রভূ !!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.