ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ খুব ছোটকাল থেকে একটি ইংলিশ শব্দের সাথে আমি পরিচিত; শব্দটা হচ্ছে alien. কিন্তু alien শব্দটার সব গুলো মীনিং আমি জানতাম না। আজ সকালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দেখলাম; চারটা মীনিং দেওয়া আছেঃ ০১। strange and frightening; ০২। from another country or society; foreign. ০৩।
not usual or acceptable. ০৪। connected with creatures from another world. (এলিয়েন শব্দটার উৎপত্তি ল্যাটিন শব্দ aliēnus থেকে)
ইংলিশ মুভি গুলোতে অনেক এলিয়েন দেখেছি কিন্তু এতে আমার মন কখনোই ভরেনি। সব সময় ভাবতাম, ইস! কবে যে বাস্তবে এলিয়েন দেখব? অবশেষে সৃষ্টি কর্তা আমার মনোবাসনা পুরন করেছেন। আমি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে এলিয়েন শব্দটার সব গুলো অর্থ পড়ার পর সত্যি সত্যি এলিয়েন দেখতে পেয়েছি। একটা-দু’টা না, শত শত।
কি, খুব অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা; একটু চেষ্টা করলে আপনিও অনেক এলিয়েন দেখতে পাবেন। আসুন, আর সময় নষ্ট না করে এলিয়েন দেখি।
এলিয়েনদের সব গুলো বৈশিষ্ট্য কেবল আমাদের রাজনীতিবিদদের মাঝেই বিদ্যমান। রাজনীতিবিদদের সব কিছুই খুব strange and frightening, ওদেরকে দেখে মনে হয় বিদেশীদের দালাল; ওদের আচার –আচরণ, কথা-বার্তা খুবই অস্বাভাবিক এবং যা মোটেও গ্রহণযোগ্য না। মানুষ হতে হলে কিছু গুনের প্রয়োজন; দুঃখজনক হলেও সত্যি, আমাদের রাজনীতিবিদদের মাঝে সেই গুন গুলো অনুপস্থিত।
তাই, আসুন সবাই মিলে ওদেরকে alienate করি, পৃথিবীর বাহিরে কোনো গ্রহে পাঠিয়ে দেই।
আমদের রাজনীতিবিদদের মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, সে অনেক আগের খবর। কিছু দিন হল জানতে পারলাম, সেখানেও তারা রাজনীতি করছে। দু’ দলে বিভক্ত হয়েগেছে। এলিয়েনদের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছে।
‘এলিয়েনদের অধিকার এবং স্বার্থ রক্ষায় আমরা আমাদের জীবন দিয়ে দিবো’, এই কথা বলে বিএনপি একদিন হরতাল ডেকে বসলো। হরতালের পরে আওয়ামী লীগ থেকে বলা হল, ‘এলিয়েনরা বিএনপির ডাকা হরতাল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ‘ অপরদিকে, বিএনপি থেকে বলা হল, ‘এলিয়েনরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। ‘ এলিয়েনদের হয়েছে যত জ্বালা, তারা বুঝেও না, হরতাল কি? অবশেষে, রাগে-দুঃখে-ক্ষোভে এলিয়েনরাও ওদের কে alienate করল।
পত্র-পত্রিকায় অনেকেই লেখালেখি করছে কিন্তু লেখালেখি করে তো আর কাজ হচ্ছে না।
রাজনীতিতে গুনগত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর রাজনীতিবিদদের এলিয়েনেইট করতে হলে, আমাদের কে শিক্ষিত হতে হবে, আমাদের কে আরো সচেতন হতে হবে। বাংলাদেশের ৩৭% মানুষ এখনো অশিক্ষিত, এদেরকে শিক্ষিত করতে হবে। এদের কে শিক্ষিত করার দায়িত্ব সরকারের কিন্তু সরকার এই কাজ জীবনেও করবে না। কারণ, এই অশিক্ষিত মানুষ গুলো শিক্ষিত হয়ে গেলে, আমাদের পুরুষাঙ্গ বিহীন অক্ষম (Unproductive) সরকার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।