নিজেদের র্যাংকিং অক্ষুন্ন রাখার স্বার্থে নিজেদের খরচে বিসিবি হল্যান্ডের সাথে অতিরিক্ত আরো একটি টি-টুয়েন্টি ম্যাচসহ শেষ তিনটি ম্যাচে আই সি সি সহযোগী ভিন্ন দুটি দেশের কাছে দুই বার হারলো বাংলাদেশ টীম । কিন্তু একটানা পরপর তিনদিন তিনটি ম্যাচ খেলাটা কতটুকু যৌক্তিক হল? আজ হল্যান্ডের এবং গত পরশু স্কটল্যান্ডের সাথে যে পারফরম্যান্স দেখলাম শেষে সেই অতি পুরাতন প্রবাদ আওড়াতে হল; অতি লোভে তাতী নষ্ট। এত অধারাবাহিক পারফর্ম্যান্স আশা করিনি। কে বলবে এই টিমই কিছুদিন আগে এশিয়া কাপে রানার্স আপ হয়েছে? এই পরাজয় কে মেনে নেবার মত? প্রাপ্তির চেয়ে হতাশা বেশী, তাই নয় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।