আমাদের কথা খুঁজে নিন

   

বাংলদেশের ম্যাচের ঠিক পরে এবং তার একদিন পরে আমার চিন্তা ভাবনা

কালকে মন ভীষণ খারাপ ছিল ,কারো সাথে কোন কথা বলিনি । মাথায় শুধু ঘুরছিল এত সহজ ম্যাচ কিভাবে হারলো ,প্রায় সবাই এইরকম ভাবছিল কিন্তু আসলে এগুলা আমরা সবাই বলছি আবেগ থেকে। প্রায় ১১ মাস পরে টেস্ট খেলছে বাংলাদেশ ,আমরা কেউ আশা করিনি তারা প্রথম ইন্নিংসে ৫০০ করবে। এতরান করায় আমরা আশায় বুক বেধে ছিলাম। আমরা সবাই বলছি ১৬ কোটি মানুষকে আশা দিয়ে তারা নিরাশ করেছে কিন্তু এইটাও ভাবতে হবে ১৬ কোটি মানুষের চাপ নিয়েও তারা খেলেছে।

ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ৯ উইকেট হারিয়েছে ৬৬ রানের মধ্যে আর আমরাও ২০০ এর নিচে অলআউট তার মানে হঠাৎ পিচ হয়ে উঠেছিল বোলিং বান্ধব। সাকিব,নাইম,রহিম,নাসির সবাই ভালো বলে আউট হয়েছে,টপ অর্ডারের ব্যর্থতা অবশ্যই মেনে নিতে হবে। যাই হক অনেক কাছে গিয়ে একটা ম্যাচ হেরেছি তাই আক্ষেপ অনেক তারপরও আবার আমরা আশায় বুক বান্ধব। টেস্টে ক্রিকেট ম্যাচ জয়ের জন্য যেমন আক্রমণাত্মক ফাস্ট বলার দরকার তা আমাদের নেই। তামিমের সাথে ব্যাটিং করার মত ভালো ওপেনারও নেই ।

এই সমস্যা গুলো সমাধান করতে হবে। আর আপাতত পুরো ম্যাচের প্লান না করে সেশন বাই সেশন টার্গেট সেট করা ভালো । আশা করি ফলফল ইতিবাচক হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.