আমাদের কথা খুঁজে নিন

   

বাংলদেশের অ্যানিমেশন ফিল্ম ‘ড্রিমস্টেইজ’

অমিত গ্লিটজকে বলেন, “শিশুদের উপযোগী একটি অ্যানিমেশন সিনেমা নির্মাণে হাত দিয়েছি এবার। এখনও গল্প নিয়ে কাজ করছি। ”

তিনি আরও বলেন, “যৌথ প্রযোজনার ভিত্তিতে মূলত বাংলাদেশ থেকেই নির্মিত হবে এটি। স্টুডিওর কাজ বাংলাদেশে বসেই শেষ করব। একাজে সহযোগিতা করবেন আমাদের জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুরা।

‘ড্রিমস্টেইজ’ নামে চলচ্চিত্রটি ২০১৬ সালে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানালেন এর চিত্রনাট্যকার ও সহপরিচালক অমিত।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সময় থেকেই তিনি চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অ্যানিমেশনের কাজ করতেন। বাংলাদেশি বন্ধুদের সহায়তায় এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাচ্ছেন।

চলচ্চিত্রটি পরিচালনায় তার সঙ্গে আরও রয়েছেন জুবায়ের কাওলিন।

অমিত জানান, জুবায়ের কাওলিন পেশায় অ্যানিমেটর।

নিজের প্রতিষ্ঠান থেকে অ্যানিমেশনের কাজ করেন তিনি। তিনি টিভিসি নির্মাণের সঙ্গেও জড়িত।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.