আমি আমার মাকে ভালবাসি।
বাংলাদেশের পুলিশের কর্মতৎপরতা উল্লেখ করার মত। জে এম বি'র শীর্ষ নেতা থেকে জামাতের শীর্ষ নেতা তারা গ্রেফতার করেছে। এবার তাদের কর্মতৎপরতার নমুনা দেখুন।
আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশের পুলিশ বাংলাদেশে এসেছে।
তাদের সাথে বাংলাদেশের পুলিশের প্রতিযোগিতা হবে আসামী ধরার ব্যাপারে। কারা কত দ্রুত আসামী ধরতে পারে।
একটি নির্জন বনে একটি হরিণ ছেড়ে দেয়া হল। প্রথমে ইংল্যান্ডের পুলিশকে বলা হল হরিণটি খুঁজে নিয়ে আসতে। বেরিয়ে পড়ল ইংল্যান্ডের পুলিশ।
আধা ঘন্টা খুঁজার পর তারা হরিণটি নিয়ে আসল।
আবার হরিণটি ছেড়ে দেয়া হল। এবার আমেরিকার পালা। বেরুবার দশ মিনিটের মধ্যে তারা হরিণটি খুঁজে বের করল।
আবার ছেড়ে দেয়া হল হরিণটিকে।
সর্বশেষ বাংলাদেশের পালা। বেরিয়ে পড়ল তারা। ত্রিশ সেকেন্ডের মধ্যে ফিরে এল তারা একটি গাধাকে মারতে মারতে। আর বলছিল বল তুই হরিণ। ডিজি সাহেবের সামনে যখন আসল তখন ডিজি সাহেব বললেন,
-এটা কি?
বা. পুলিশ বলল,
- এটা হরিণ
ডিজি বললেন,
-এটা তো গাধা।
বা. পুলিশ বলল,
- না স্যার এটা হরিণ। আপনি রিমান্ডে দেন । দেখবেন সব বলে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।