আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে বাংলদেশের বাস সার্ভিস????

কীট

আর একটু হলেই মরতাম, বাসটি ঠিক রাস্তার মাঝখানে দাড়িয়ে যাত্রী তুলছে, আমার রিকশা পারছে না বায়ে বা ডান দিয়ে যেতে, শেষ পর্যন্ত রিকশাওয়ালা ডান দিয়ে নিলো, ওপাশ হতে আর এক বাস এসে দিলো আমার রিকশা টাকে গুড়িয়ে, আর একটু হলেই আমার ইহকাল সাঙ্গ হতো। যাহোক, দেশের প্রতিটা বাসের অবস্থা ভাঙ্গাচোরা, একটি ফেন নেই, ভালোমতো লাইট নেই, গিয়ার ধরে না, জানালার কাচ ভাঙ্গা, পরিষ্কার হয়না অনেকদিন, সিট গুলো মনেহয় রাস্তার সাথে মিশতে চাচ্ছে, যাত্রীর উঠানো র পরিমান এতো বেশি যে, তিল পরিমান জায়গা থাকে না। কিন্তু ভাড়া নেয়ার সময় ঠিকই পুরো ভাড়া নেয়, পারলে বেশি নেয়। মানুষ চিল্লাতে চিল্লাতে হয়রান , এখন প্রশাসনই ভরসা , এই অসহনীয় অত্যাচার থেকে বাচাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.