[ নয়া দিগন্ত থেকে কপিঃ
মিসরে প্রেসিডেন্ট মুরসির ইমামতিতে তারাবির নামাজ- ৩ ঘণ্টা ধরে নামাজে প্রেসিডেন্ট ধীরগতিতে পবিত্র কুরআনের দেড়পারা তিলাওয়াত করেন
মিসরের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসির ইমামতিতে মঙ্গলবার কায়রোর তাগাম্মু আল খামেসর আল হামদ মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। তিন ঘণ্টা ধরে নামাজে প্রেসিডেন্ট ধীরগতিতে পবিত্র কুরআনের দেড়পারা তিলাওয়াত করেন। ইকামত দেয়ার পাঁচ মিনিট আগে উপস্থিত হয়ে তিনি দুই রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করে জামাত শুরু করেন। নামাজে নারী-পুরুষের উপচেপড়া ভির ল্য করা গেছে। তা ছাড়া তিনি তারাবিহ নামাজের চার রাকাত আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন।
তিনি তার খুতবায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও আমাদের করণীয় সম্পর্কে আলোকপাত করে বলেন, আত্মার পরিশুদ্ধির বিপ্লব সাধনের মাস রমজান। জাতির ঐক্য, পরস্পর সম্প্রীতি আর খাঁটি মানুষ গড়ার মাস আমাদের কাজে লাগাতে হবে। রমজান মাসেই আল্লাহ মুসলমানদের অধিকাংশ যুদ্ধে বিজয় দান করেছেন। এই রমজানেই একরকম মিসর বিজয়লাভ করেছে। সেই মিসরকে গড়তে তাকওয়ার বিকল্প নেই।
আসুন, আমরা সবাই মিলে তাকওয়ার মাসকে কাজে লাগাই। এ ছাড়া তিনি মিসরের সব মসজিদের কারেন্ট বিল ফ্রি ও ইমামদের মাসিক বেতন আরো বৃদ্ধির আশ্বাস দেন।
সংবাদটি সর্বপ্রথম বাংলাদেশ ইয়ুথ ফোরাম তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রকাশ করলে সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়। মুরসি রমজানের প্রতি জুমা ও তারাবির নামাজ ভিন্ন জেলার নামকরা মসজিদগুলোতে আদায় করেন। ফলে মানুষের মধ্যে নতুন প্রাণের আবেগ তৈরি হচ্ছে।
তিনি তার নিজ এলাকা জাকাজিকের আল শিরবিতালি মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেন। তিনি নামাজে ইমামতি করায় প্রবাসী মিসরিদের মধ্যেও রমজানের উৎফুল্ল আরো বেড়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।