আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের হত্যা বা গুম করা হলেও আমরা সৈয়দ আবুল হোসেন চাচাকে আমরা সাকো হোসেন বলেই জানি,দেশপ্রেমিক হিসাবে না। প্রিয় বন্ধুরা,আপনারা?

সরকারী কেরানী থেকে রাতারাতি সৈয়দবংশীয় ঠিকাদার বনে যাওয়া আবুল হোসেনকে যতই সনদপ্রাপ্ত দেশপ্রেমিক এবং দুদককের সনদপ্রাপ্ত নীতিবান ব্যক্তি বলা হোক না কেন,জনতার কাছে তিনি একজন পাক্কা............। থাক, বেশি বললাম না। রোজা-রমজানের দিন। তাই গীবত হয়ে যেতে পারে। হাজারো হোক,আমাদের আবুল চাচা তো একজন সৈয়দ বংশের সাচ্চা দৌড়বিদ। চীনে গিয়ে এক দৌড়েই মন্ত্রী,আরেক দৌড়ে দফতরহীন,শেষ দৌড়ে আবার সনদপ্রাপ্ত দেশপ্রেমিক। মাননীয় প্রধানমন্ত্রী,খুবই দুঃখিত,আমরা আপনার সাথে একমত হতে পারছি না। আমাদের হত্যা বা গুম করা হলেও আমরা সৈয়দ আবুল হোসেন চাচাকে আমরা সাকো হোসেন বলেই জানি,দেশপ্রেমিক হিসাবে না। প্রিয় বন্ধুরা,আপনারা?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.