মনের জানালা হিমু যদি সাংবাদিকতা করতো তাহলে হয়তো তাঁর রঙ হত হলুদ।
হলুদ সাংবাদিকতা মোটেই ভাল কিছু নয়, বরং ভয়ঙ্কর খারাপ। কিন্তু তা হবে না বা হয়নি। হিমু কখনো তা করতো না।
আজ কতিপয় টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এই কাজে লিপ্ত।
চেনা জানা অনেক জনপ্রিয় সাংবাদিকও এর সাথে জড়িত আছেন। কিন্তু তারা কি খুব বেশি কিছু করতে পারছে।
উত্তর হবে না। ইন্টারনেট এর কল্যাণে আজ আমাদের দেশের মানুষ কোন খবর, কোন মিথ্যা কে প্রশয় দেয় না। সে কথিত ব্যাংক এর সর্বনিম্ন টাকা রাখার বেহিসাবি সিদ্ধান্ত হোক, কিংবা কোন মন্ত্রী কে পদত্যাগ করার দাবিই হোক।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আর বাংলা ব্লগ গুলোর ব্যাবহারকারিরা এখন দেশের যে কোন খবর আর অধিকার আদায়ে অনেক বেশি সচেতন। ফেসবুকাররা এখন একটা বড় শক্তি হয়ে দেখা দিয়েছে। ইচ্ছে করলে একটা কোম্পানি বা বাক্তিকে আকাশে উঠানো যায় আবার নামানো যায়। সবকিছুর ভাল দিকের সাথে একটা খারাপ দিক থাকে। আর তা হল, মত প্রকাশের সুযোগ আছে বলেই কিনা এখানে অনেক মিথ্যে তথ্যও গিজ গিজ করে।
হুজুগে বাঙালি বলে একটা কথা প্রচলিত আছে, সেটা অবিশ্বাস্য ভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আর বাংলা ব্লগ গুলোতেও দেখা যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।