বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............ ভাগ্যিস আমি রবি হইনি হলে; আমার কবিতা এলোমেলো করে দিত সব ঘর ছেড়ে বেরিয়ে আসতে আত্মার টানে এবেলা; ওবেলা! ভাগ্যিস আমি নজরুলও হতে পারিনি হলে; আমার কবিতা জ্বালাতে জ্বালাতে দেশ ছাড়া করতো, পিষিয়ে মারতো অমাবশ্যার নিম অন্ধকারে! ভাগ্যিস আমি রজনীকান্ত হইনি তোমায় আমি উঠিয়ে আনতাম এক তুড়িতে হাজারো 'চিট্টি' কেঁদে মরতো বুক চাপড়ে! দুর্ভাগা আমি এক অসহায় বাজপাখি নীল জলের মাছরাঙার চতুরতার কাছেও হার মানি বারবার, হয়তো .........................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।