ভাগ্যিস ভাগ্যিস রবি হওনি তাহলে ঃ স্তব্দ হতোনা দশ দিক নত হতোনা সেই দুটি আঁখি , বন্ধ হতোনা তাদের গান আকাশে যত ছিলো পাখি। ভ্যাগ্যিস নজরুল হওনি তাহলে ঃ শান্ত হতো না বায়ু, জলকলস্বর, থেমে যেতো না সে, শুকনো পাতার মর্মর। ভাগ্যিস তুমি, তুমি হয়েছো তাইতো ঃ তোমাকে শুনতেই দিক দিক-দিগন্তরে থেমে যায় অশনি বেজে ওঠে দেবালয়ে আরতির শঙ্খঘন্টাধ্বনি , নিস্তব্দ গগনতলে নীরব নির্জন শুধু তুমি বলে,তোমাতেই ঘটে গেছে সেই অমরত্বের... প্রথম চুম্বন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।