ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
আমার আব্বুর গাছগাছালি খুব প্রিয়।সুযোগ পেলেই ছোটখাটো বাগান বানিয়ে ফেলেন। আর আমার ছোট খালু কৃষি সম্প্রসারণ অফিসার। এবার নাটোর থেকে ঢাকায় আসার সময় তাই উনি একটা লাউ গাছের চারা নিয়ে এসেছেন আব্বুর জন্য।
চারাটা এনে খালু সার-টার দিয়ে বারান্দার টবে লাগিয়ে দিলেন।আব্বু তো ভীষণ খুশি! একটু পরপরই বারান্দায় গিয়ে দেখে আসছেন। সন্ধ্যার সময় চারাগাছটা দেখতে গিয়ে আনন্দের চোটে তো বলেই ফেললেন- ''ইস্! কী সুন্দর লাউয়ের গাছ!!মনে হচ্ছে কালকেই লাউ তুলে ফেলি!!!"
খালু আবার পিছন থেকে এ কথা শুনতে পেয়ে বেশ গম্ভীর হয়ে বললেন- ''ভাগ্যিস! দুলাভাই,আপনাকে আমি পটলের লতি (চারা) এনে দিই নাই!!!!!''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।