আমাদের কথা খুঁজে নিন

   

খাম্বা মামুনরা আর যেন দেশটাকে খাম্বা বানাতে না পারে!

চারদলীয় জোট সরকারের দুর্নীতির উদাহরন দিতে হলে জনগনের চোখের সামনে ভেসে উঠে একটি নাম তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিতি পাওয়া গিয়াস উদ্দিন আল মামুন। বিগত জোট সরকারের দুর্নীতির অন্যতম প্রধান স্তম্ভ বিলাসী জীবনে অভ্যস্ত এই মামুন সমাজের বিশিষ্টজন হিসেবে প্রমান করতে প্রতিষ্ঠা করেন চ্যানেল ওয়ান নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এই টিভি চ্যানেল ছাড়াও টেক্সটাইল, লঞ্চ, ভোগ্যপন্য ও বৈদ্যুতিক খুটি উতপাদনের একাধিক প্রতিষ্ঠানের মালিক হন বিগত জোট সরকারের পাঁচ বছরের আমলে। মামুনের বাবা জয়নাল আবেদীন রাজধানী ঢাকার শুক্রাবাদে একটি ছোট বাড়ি বানিয়েছিলেন। এই বাড়িতেই মামুনরা থাকতেন।

ঢাকার শাহীন স্কুলে লেখাপড়া করার সময় থেকে তারেক রহমানের সাথে পরিচয়। এই পরিচয় ধীরে ধীরে রুপ নেয় ঘনিষ্ঠতায়। তারেক রহমান ও তার ভাই কোকো ২টি জাহাজ নিয়ে রহমান শিপার্স প্রতিষ্ঠা করেন। মামুন, রহমান শিপার্সের এমডির দায়িত্ব পান। ২০০১ সালে হাওয়া ভবনের নির্বাচন বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়েন মামুন।

তারেক রহমানের একান্ত সঙ্গী হিসেবে হাওয়া ভবনে তখনই তার ছিল নিয়মিত যাতায়াত। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট ক্ষমতায় এলে মামুন তার ব্যাবসা সম্প্রসারন করেন। এবং মামুন ওয়ান গ্রুপ নামে একটি কোম্পানীও গড়ে তোলেন। সেই ওয়ান গ্রুপ থেকে খুব দ্রুত কোটি কোটি টাকার অঢেল সম্পদের মালিক হয়েছেন মামুন। মামুনের অন্যতম ব্যবসা ছল বৈদ্যুতিক খুটি সাপ্লাই।

এই জন্য খাম্বা নামে একটি কোম্পানিও গড়ে তোলেন তিনি। লোকজন তাই মামুনকে খাম্বা মামুন বলে ডাকে। পঞ্চগড় শহর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে গরি বাড়ি ইউনিয়নের গোয়ালপাড়ায় ৯৯একর জমি জুড়ে তার এই খাম্বা কারখানা। ২০০৩ সালের শুরুর দিকে এই কারখানায় উতপাদন শুরু হয়। পঞ্চগড় ছাড়াও ময়মনসিংহে প্রিকাস্ট কনক্রিট নামে একটি বৈদয়ুতিক খূটির কারখানা আছে।

২০০১ সালের পর থেকে মামুন একের পর এক গড়ে তোলেন বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম লিখে লাখার কলেবর আর বৃদ্ধি করতে চাইনা। এই খাম্বা মামুনরা বিগত জোট সরকারের আমলের পাচটি বছর ধরে খেয়ে পুরো দেশটাকেই খাম্বা বানিয়ে ফেলেছে। জোট সরকার আবার ক্ষমতায় এলে এই খাম্বা মামুনরা আবার ফিরে আসবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.