আমাদের কথা খুঁজে নিন

   

খাম্বা



"গঠনতন্ত্র জামায়াতে ইসলামী বাংলাদেশ" বইটার কভারের শেষ পৃষ্ঠায় আছে, নবী(দঃ) বলিয়াছেন, "যে ব্যক্তি জামায়াত হইতে বাহির হইয়া গেলো, সে ছুড়িয়া দেওয়া তীরের মত ইসলামের আওতা হইতে বাহির হইয়া গেলো"। জামাতের ভাবখানা এই যে, চোদ্দশ' বছর আগে নবীজী বলেছেন, জে ব্যক্তি বাংলাদেশ জামাতে ইসলামি হইতে বাহির হইয়া গেলো সে ইসলাম হইতে বাহির হইয়া গেলো!!! চিরকাল ইসলামের এই পাঁচটি স্তম্ভ। আব্দুল জলিলের বাংলা বোখারী থেকে, হাদিস নম্বর ৩২, পৃষ্ঠা ৫১:- "সূত্র - হযরত আবদুল্লাহ ইবনে ওমর - রাসুলিল্লাহ(দঃ) বলিয়াছেন, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের সৌধ স্থাপিত। (১) আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই এবং মোহাম্মদ (দঃ) আল্লাহর রসূল, (২) নামাজ কায়েম করা, (৩) জাকাত আদায় কর, (৪) হজ্ব কর এবং (৫) রমজানে রোজা রাখ"। কিন্তু হাজার বছর পর এখন হঠাৎ ইসলামের একটা খাম্বা গজিয়েছে। এই খাম্বা না মানলে মুসলমানের মুসলমানিত্ব নাকি আর পাকা থাকছে না, ই --- কটুখানি কাঁচা থেকে যাচ্ছে। ওটা না হলে সবকিছু নাকি ঠিক ইসলামি থাকছে না, ই---কটুখানি পিছলামী হয়ে যাচ্ছে। পড়ে দেখুন মওলানা মৌদুদীর বই গুলো, কিংবা সৈয়দ কুতুবের বই বা হাসান বান্নার বই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.