আমাদের কথা খুঁজে নিন

   

‘খাম্বা হবে বিদ্যুৎ লাইনসহ’

বুধবার মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গিয়ে মুহিত সাংবাদিকদের বলেন, ৬০ হাজার ৬২৫টি ‘খাম্বা’ কেনার অনুমতি দেয়া হয়েছে।
‘খাম্বা’ শব্দটি উচ্চারণের সময় হেসে ফেলেন মুহিত।
বিএনপি আমলে বিদ্যুতের ‘খাম্বা’ কেনা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, তখন মানুষ বিদ্যুৎ পায়নি, পেয়েছে কেবল খাম্বা।
রাজধানীর শেরে বাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মিলনায়তনে রোববার বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘খাম্বা’ শব্দ উচ্চারণের সময় হাসির কারণ তা মনে করেই কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমাদের ইচ্ছা বিদ্যুৎ লাইন ছাড়া কোনো খাম্বা থাকবে না, বিদ্যুৎ লাইনসহ খাম্বা হবে। ”
রাজধানীর শেরে বাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মিলনায়তনে রোববার বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“অবশ্য কিছু অতিরিক্ত খাম্বা সব সময়ই রাখতে হয়,” বলেন তিনি।
সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘১.৮ মিলিয়ন কনজুমার কানেকশন থ্রো রুরাল ইলেকট্রিফিকেশন এক্সপানশন’ প্রকল্পের আওতায় ১১৭ কোটি টাকায় বিভিন্ন আকারের মোট ৬০ হাজার ৬২৫টি খুঁটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
ভারতের ঋণের আওতায় দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিস্তা রেলসেতু নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.