আমাদের কথা খুঁজে নিন

   

একজন মৃত (হুমায়ন আহমেদ) কে নিয়ে কথা !!!!!!!!!!!!!!!!! কিছু অভিমত

একজন মুসলমান মানুষ মারা গেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরস্থ করা এটাই ইসলামের বিধান। হুমায়ন আহমেদ ইন্তেকাল করেছেন আজকে ৪ দিন হল অথচ এখন পর্যন্ত তার কবর হল না , এটা খুবই বাজে লাগছে আমার কাছে। একজন মৃত মানুষ তাকে যেখানেই কবর দেওয়া হোক না কেন ,যারাই তার জন্য যে খানে বসে দোয়া করবে তা পৌঁছে যাবে, এখন সেটা তার পরিবার সদস্য হোক বা তার ভক্তই তার জন্য দোয়া করুক। আমার মতে তিনি যেহেতু মুসলমান হিসিবে ইন্তেকাল করেছেন(আল্লাহ ভাল জানেন,(আমি তার লেখা বা বক্তবে এমন কিছুই দেখিনি যে তিনি ইসলাম বিরোধী ছিলেন। )) , সুতরাং তারাতাড়ি দাফন করাই হল উত্তম হুমায়ন স্যারের জন্য।

তার পরিবারের সদস্য যা করছে কবর দেওয়া নিয়ে তা একজন মৃত মুসলমান (হুমায়ন আহমেদ) কে নিয়ে কাম্য নয়। একজন মৃতের সম্মান আছে যা তার কবরস্থ করার মধ্যে নিহিত। আবার অনেক লোক তার সমালোচনা করছে, যা একজন মৃত মানুষের উপর কাম্য নয়। আমাদের উচিত মৃত মানুষের জন্য ভাল আলোচনা করা যা নবী (সাঃ) করতে বলেছেন । তার কর্মের ব্যাপারে আল্লাহ তার হিসাব নিবেন, আপনি আমি কেও না।

পরিশেষে আমি হুমায়ন আহমেদ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ কাছে তার হিসাব জেন সহজ হয় তার জন্য আল্লাহ রহমত কামনা করছি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.