আমাদের কথা খুঁজে নিন

   

একসাথে আমরা এই জাতি......

আমি আমার আনন্দে লিখি!!! একবার ফেসবুকে মাহি ভাবি একটা স্ট্যাটাস দিয়েছিলেন-ব্যাপারটা এরকম যে,বাঙ্গালি একাই একশ হতে পারে কিন্তু একশ বাঙ্গালি কখনো এক হতে পারে না। আমি তখন চিন্তা করেছিলাম,বাঙ্গালি কি কখনই এক হতে পারেনি?আমার তো মনে হয় অনেকবার পেরেছে। জাতীয় ঐক্য নিয়ে আসলে আমাদের মন্ত্রি এম্পি(ইচ্ছাকৃত বানান ভুল) দের মাথাব্যাথা,আমাদের খুব একটা নেই। সে যাইহোক,আমার কিছু কথা আমি বলি,আসলে আমি বলতে চাই। আমাদের ক্রমবর্ধমান দুরনীতিবিদ দের কারনে আমরা দেশ কে নিয়ে খুব হতাশায় ভুগি,আফসোস করে বলি এদেশ দিয়ে কিসসু হবেনা…কাউকে দোষ দিচ্ছি না,কথাটা আসলে চরম হতাশা থেকেই বলে মানুষ্।

তবে ইদানীং একটা ব্যাপার ঘটছে,আমরা বুঝতে শিখছি,ভাল মন্দের ফারাক কেমন এখন আমরা সবাই কমবেশি আন্দাজ করতে পারি। কিছু ঘটনা কিন্তু আমাদের এক করে দেয়। আমাদের হাসি আমাদের কান্না কে তখন আমরা চেপে রাখতে পারিনা,সারাদেশ একসাথে আনন্দে ভাসি তো সারাদেশ এক একসাথে কাদি! আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছিলাম,কিংবা ভাষা আন্দোলন করেছিলাম,তখন আমরা সবাই একাত্ম ছিলাম,গুটিকয়েক কিছু হয়তো আলাদা ছিলেন,উনারা বরাবরই থাকেন!! আমাদের এমন একটা ভাষা আছে যার জন্য আমরা রক্ত দিয়েছি ,এশিয়া তে যুদ্ধ করে স্বাধীন হওয়া অল্পকিছু দেশের একটি আমাদের বাংলাদেশ। আমরা গরীব দেশ,আনন্দ উপলক্ষ হয়তো আমাদের কম,কিন্তু নেহাত হাতে গোনা খুব একটা কম নয়। সেরকম দিন আমরা পার করে ফেলেছি।

আমেরিকান্ দের সাথে আমাদের এক রকম মিল আছে,আমরাও হুজুগে তারাও হুজুগে,মজার ব্যাপার হচ্ছে আপনি হলে কিন্তু কথা টা হয়তো অন্যভাবে বলতে পারতেন কিংবা বলতেন-তারাও হুজুগে,আমরাও হুজুগে!! পার্থক্যটা বুঝলে খুশি হব। আমরা ক্রিকেট খুব ভালবাসি,আমাদের আন্তর্জাতিক পরিচয় খুব করে তুলে ধরছে এই খেলাটা। আমাদের দেশ এখন বেশ ভাল একটি টিম,আমরা মাঝে মাঝে বিভিন্ন ম্যাচ জিতি এখন আমরা,সারাদেশ কে যখন টেনশনের পারদের তুঙ্গে তুলে দিয়ে জয় ছিনিয়ে আনে আমাদের খেলোয়াড়রা,আমাদের আনন্দ অশ্রু বাধ মানেনা। আমি কয়েকদিন আগের কথা বলি,আমরা যখন ভারত কে হারায়ে ফাইনালে গেলাম,এশিয়া কাপের আমার বন্ধু যারা দেশ নিয়ে বরাবরই হতাশ(ইভেন আমিও খুব একটা কম নই তাদের চে) খুব আনন্দিত,মনে হচ্ছিল কেমন যেন একটা আনন্দ ঘিরে ধরেছে আমাদের,যেমনটা ঈদ আসলে হয়,সবার মাঝে একটা খুশি খুশি ভাব থাকে,কখন ফাইনাল শুরু হবে কখন আমরা কাপ নিয়ে মিছিল করবো!মেস এ স্পেশাল রান্না হল,বাইরে থেকে খাবার আনা হল ফাইনাল খেলা দেখা উপলক্ষে,দু একজনের কাছে কেরু হয়তো উদযাপনের জন্য ও ছিল-সে আমি জানি না!কিন্তু শেষমেষ আমরা যখন হারলাম-আমি ঢাকায় থাকি,সারা ঢাকা জুড়ে আমি ঐদিন মানুষ কে কাদতে দেখেছি…হাউমাউ করে কাদছে-ঠিক যেমন স্বজন হারানোর বেদনায় মানুষ কাদে!! হ্যা,আমি গর্ব করে বলতে পারি,আমরা সারাদেশের মানুষ একসাথে কেদেছিলাম,যেমনটা ষোলকোটি মানুষ হেসেছিলাম,আইসিসি কাপে কেনিয়া কে হারানোর পর,কিংবা নর্দাম্পটনে পাকিস্তান কে হারানোর পর কিংবা এশিয়া কাপের ফাইনাল এ উঠার পর!! তো,আমরা ইদানীং এক হচ্ছি,কথাটা মানতেই হবে,আমাদের নিজেদের সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে হবে,যদি এখান থেকে আমরা উপকৃ্ত হতে চাই! আমি আসলে লিখতে বসেছিলাম হুমায়ুন আহমেদ কে নিয়ে। হল না।

হয়না কখনো!আমিও ঐ আপনাদের মতই!সবাই নানাভাবে শোক প্রকাশ করছে,চোখের জলে বিদায় দিচ্ছে এই প্রবাদপুরুষ কে,আমি করেছি কিনা আমি বলছিনা,আমি যেটা বলতে চাইছি সেটা হল,লেখক হুমায়ুন আমাদের সবাইকে কাদিয়ে বিদায় নিলেন। আবার ষোলকোটি মানুষ আমরা একসাথে কাদলাম,গুটিকয়েক ছাড়া,ওরা একাত্তর এও ছিল,২০১২ সালেও আছে। আমি কোন সরকারের কাছে ওদের বিচার চেয়ে প্রতারিত হতে চাইনা…ওদের বিচার করতে প্রকৃ্তি আছে,সেই দায়িত্ব নাহয় সময় এর কাছে দিলাম!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.