আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্কিং - ৬

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Accessing a Shared Resource একটি সার্ভিং সিস্টেম রিসোর্স শেয়ার করার পরে, একটি ক্লায়েন্টের উপর নির্ভর করে ঐ রিসোর্সটির ব্যবহার করা। শেয়ার করা রিসোর্সটি ব্যবহার করতে চাইলে এর নাম জানতে হয়। নাম জানার পর, নিজের ইউসার নেম ও পাসওয়ার্ড ঠিক করতে হয়। অবশ্য সকল সার্ভিং প্রোগ্রামে শেয়ার করা রিসোর্স ব্যবহার করার জন্যে পাসওয়ার্ড লাগে না।

একটি রিসোর্স যেটি শেয়ার করা আছে সেটির নাম জানার উপায় নির্ভর করে কী শেয়ার করা আছে। উইন্ডোজ নেটওয়ার্কে, মাই নেটওয়ার্ক প্লেসেস ফোল্ডারে শেয়ার করা প্রিন্টার পাওয়া যায়। যেকোনো টেলিভিশন বা পত্রিকায় ওয়েবসাইটের নাম দেখা যেতে পারে। একটি শেয়ার করা রিমোট রিসোর্স পুরোপুরি লোকাল রিসোর্সের মত না দেখালেও রিসোর্সটির ব্যবহার লোকাল রিসোর্সের মতই হওয়া উচিৎ। The Goal of Networking Redux সুতরাং, নেটওয়ার্কিংয়ের যে মূল তিনটি অংশ সেগুলি হচ্ছে: এর অবশ্যই শেয়ার করার মত রিসোর্স থাকতে হবে, এর অবশ্যই ক্লায়েন্ট ও সার্ভার থাকতে হবে এবং এর শেয়ার করা রিসোর্স যেন লোকাল রিসোর্সের মতই আচরণ করে সেটি লক্ষ্য রাখতে হবে।

নেটওয়ার্কিং আসল উদ্দেশ্য হচ্ছে: একটি রিসোর্সকে রিমোট সিস্টেমের মাঝে শেয়ার করা যেন এটি লোকাল সিস্টেমের মতই ব্যবহার করা যায়। Building a Network with OSI একটি কম্পিউটার নেটওয়ার্কে রিমোট রিসোর্সকে লোকাল রিসোর্সের মত দেখানোর জন্যে বিভিন্ন কাজ করতে হয়। একটি কম্পিউটার কিভাবে আরেকটি কম্পিউটারের সাথে যোগাযোগ করবে তার জন্যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনকে OSI (OPEN SYSTEMS INTERCONNECT) মডেল বলে। নেটওয়ার্কিংয়ে এক কম্পিউটার থেকে কিভাবে একটি ফাইল কপি করে অন্য কম্পিউটারে আনতে হয় তার কিছু স্টেপ আছে।

উইন্ডোজ একটি নেটওয়ার্কে সংযুক্ত হওয়া ছাড়া একাই ভালোভাবে চলতে পারে; কিন্তু এটাতে নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার জন্যে নেটওয়ার্ক সফটওয়্যার ইনস্টল করা হলে উইন্ডোজ নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমে (NOS) পরিণত হয়। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.