আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্কিং - ৪

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটি সার্ভিং প্রোগ্রাম চালাতে পারে এমন যে কোনো সিস্টেম একটি সার্ভার হিসেবে কাজ করতে পারে। প্রতিটি সার্ভিং প্রোগ্রাম হচ্ছে আলাদা রকমের। যদি একটি কম্পিউটার ফোল্ডার শেয়ার করতে চায়, তাহলে এর ফোল্ডার-শেয়ারিং সফটওয়্যারের প্রয়োজন হয়। যদি কোনো কম্পিউটার ওয়েব পেইজ শেয়ার করতে চায়, তাহলে এর ওয়েব পেইজ-শেয়ারিং সফটওয়্যারের প্রয়োজন হয়।

যদি একটি কম্পিউটার প্রিন্টার শেয়ার করতে চায়, তাহলে এর একটি প্রিন্টার-শেয়ারিং সফটওয়্যারের প্রয়োজন হয়। যেহেতু, সার্ভিং প্রোগ্রাম চালায় এমন সকল সিস্টেমই হচ্ছে সার্ভার, সেহেতু একটি নেটওয়ার্কে একাধিক সার্ভার থাকতে পারে এবং একটি সিস্টেমও একাধিক সার্ভিং প্রোগ্রাম চালাতে পারে। উদাহরণস্বরূপ - একটি কম্পিউটার সাতটি ভিন্ন সার্ভিং প্রোগ্রাম চালাতে পারে যেটি ফাইল, ইমেইল, ওয়েবসাইট সবকিছুই শেয়ার করতে পারে। এই শেয়ারিং প্রোগ্রামগুলির কিছু অপারেটিং সিস্টেমের সাথেই থাকে। মাইক্রোসফটের বিভিন্ন ভার্সনের উইন্ডোজের সার্ভিং প্রোগ্রাম সিডির মাধ্যমেও ইনস্টল করা যায়।

যদি এরকম না হয়, তাহলে সার্ভিং প্রোগ্রাম আলাদা কিনতে হয়। একটি কম্পিউটার একই সময়ে সার্ভার এবং ক্লায়েন্টের ভূমিকা পালন করতে পারে। নেটওয়ার্কিং করতে সক্ষম এমন সকল কম্পিউটারের অপারেটিং সিস্টেম একে একই সময়ে সার্ভার ও ক্লায়েন্টের ভূমিকা পালনের উপযোগী করে তুলতে পারে। অফিসের কর্মচারীদের কম্পিউটারে এই রকমের সেটআপ থাকা স্বাভাবিক কারণ একটি কম্পিউটারকে ফাইলও শেয়ার করতে হয় আবার যন্ত্রও (যেমন প্রিন্টার) ব্যবহার করতে হয়। Making Shared Resources Usable সার্ভার রিসোর্স শেয়ার করে এবং ক্লায়েন্ট তা ব্যবহার করে।

রিসোর্সটি ঠিক মত সার্ভারে রয়েছে কিনা এবং ক্লায়েন্ট তা ব্যবহার করতে পারছে কিনা সেটা নিশ্চিত হওয়ার সর্বশেষ দু'টি ধাপ হচ্ছে - সার্ভিং সিস্টেমে রিসোর্সটি শেয়ার করা এবং ক্লায়েন্টকে উক্ত রিসোর্স ব্যবহারের অধিকার দেয়া। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.