আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্কিং - ৫

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Sharing a resource প্রথমেই সার্ভিং সিস্টেমটির নিশ্চিত হয়ে নিতে হয় যে, সার্ভিং সফটওয়্যারটি চালু হয়েছে। এই কাজটি বিভিন্ন ভাবে করা যায় তবে কাজটি অবশ্যই করে নিশ্চিত হয়ে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটি হচ্ছে অটোমেটিক। উইন্ডোজ টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর, সার্ভিস ট্যাবে ক্লিক করে নিচে সার্ভিসেস বাটনটিতে ক্লিক করলে Services উইন্ডোটি আসে।

সেখানে দেখা যায় সার্ভার স্টার্ট হয়েছে নাকি হয়নি। সার্ভিং প্রোগ্রাম চালু হওয়ার পর, যা শেয়ার করতে চাই তা কিছু প্রসেসের মাঝে ঠিক করতে হবে। উইন্ডোজে একটি ফোল্ডারে রাইট ক্লিক করে 'শেয়ারিং মেনু' অপশন সিলেক্ট করে করা যায়। প্রতিটি শেয়ারিং প্রোগ্রামেরই এই স্টেপটি থাকে এবং সবচেয়ে কঠিন কাজটি হলো এটা ঠিক করা যে, একটা শেয়ারিং সফটওয়্যার যখন অন করা থাকে তখন কীভাবে একটা রিসোর্স শেয়ার করা আরম্ভ করবে। রিসোর্স শেয়ার করার একটা অংশ হচ্ছে রিসোর্সটির একটি নেটওয়ার্ক নেম(network name) বা অ্যাড্রেস দেয়া যাতে ক্লায়েন্ট সিস্টেম এটি ব্যবহার করতে পারে।

এই নেটওয়ার্ক নেম বিভিন্ন ভাবে লেখা হতে পারে। একটি ওয়েবসাইটেরও একটি নাম লাগে যেমন - http://www.yahoo.com । একটি শেয়ার করা প্রিন্টারেরও নাম লাগে, যেমন LASER1। মূল কথা যে কোনো রকমের রিসোর্সই শেয়ার করা হোক, এর একটি নেটওয়ার্ক নামের প্রয়োজন হয়। রিসোর্স শেয়ার করার জন্যে সর্বেশেষ অংশ হচ্ছে কে সেই রিসোর্সগুলি দিয়ে কী করতে পারবে তা ঠিক করা।

বেশিরভাগ ক্ষেত্রেই এটা বলতে অ্যাকাউন্ট নেম তৈরী এবং পাসওয়ার্ড, সাথে পারমিশনকেই বোঝায়। যদি একটি ফোল্ডার শেয়ার করা হয়, এতে পারমিশন নির্ধারিত করে দেয়া যেতে পারে যেন বিশেষ কিছু ইউসার অ্যাকাউন্ট এটা খুলতে ও পরিবর্তন করতে এবং বাকিরা শুধু খুলতে ও পড়তে পারে। যদি একটি ওয়েব পেইজ শেয়ার করা হয়, তাহলে এটা নির্ধারিত করে দেয়া যেতে পারে যে, পেইজটি বিশেষ অংশসমূহ বিশেষ অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.